১৩ জুন ইরানের রাজধানী তেহরান-সহ একাধিক জায়গায় হামলা চালায় ইজ়রায়েলি সেনা। তার পর থেকে সংঘাতে বিরাম নেই। ক্ষেপণাস্ত্রের পাল্টা ক্ষেপণাস্ত্র। দু’পক্ষের সংঘর্ষে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি। আমেরিকা শুরুতে ইজ়রায়েলি হানার থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। কিন্তু সংঘাত যত বেড়েছে, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সুরও চড়েছে। আমেরিকা কি এ বার সরাসরি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে? মার্কিন সেনা যুদ্ধে নামলে ইজ়রায়েলের কী সুবিধা?