দেশের সমালোচনা করা মানে দেশ বিরোধিতা নয়। আরও একবার বোঝালেন জাফর পানাহি। দেশদ্রোহিতার অভিযোগে তিনি বন্দি হয়েছিলেন। তবু ইজরায়েল যখন আমেরিকাকে দোসর করে আক্রমণ হানছে ইরানের বিরুদ্ধে, তখন দেশের মাটি বুকে আগলে রাখারই বার্তা দিলেন বিশ্ববন্দিত চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি।