শুধু পাকিস্তান নয়, গিয়েছেন চিনেও, ঘোরার অছিলায় দেশের তথ্য পাচার? চিনুন জ্যোতি মলহোত্রাকে
জ্যোতি গিয়েছিলেন পহেলগাঁওয়ে। তার পর পাকিস্তানে। পহেলগাঁও কাণ্ডের সঙ্গে কি কোনও যোগ রয়েছে জ্যোতির?
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৭:৩০
Advertisement
তেত্রিশ বছর বয়সী তরুণীকে পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। জ্যোতি মলহোত্রা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জ্যোতি ছাড়াও হরিয়ানার বিভিন্ন জায়গা থেকে পাঁচ যুবককে গ্রেফতার করেছে। একজন ইউটিবার থেকে পাক গুপ্তচর? কে এই জ্যোতি?