ইংল্যান্ডে পোলো খেলার সময় মৌমাছির কামড়। সঙ্গে সঙ্গে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। এলার্জি থেকে হওয়া অ্যানাফিল্যাকটিক শকের কারণে মাঠে লুটিয়ে পরেন তিনি। তারপরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। ১০ হাজার কোটির মালিক। করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের মৃত্যুতে বণিক মহলে শোক। হাইমেনোপ্টেরা প্রজাতির মৌমাছির মারণ ক্ষমতায় হতবাক বিশ্ব।