কলকাতার আনন্দপুরের নাজিরাবাদ। ঘিঞ্জি এলাকায় একের পর এক গুদাম। সেখানেই ভোর তিনটে নাগাদ আগুন লাগে। দমকলের ১৫টি ইঞ্জিন গিয়ে প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গুদামে আটকে পড়েন অনেক শ্রমিক। তার মধ্যে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা।