ফের শিক্ষা প্রতিষ্ঠানে চরম লাঞ্ছনার শিকার এক ছাত্রী।‘গণধর্ষণ’-এর ঘটনা। অভিযুক্ত কলেজের এক প্রাক্তনী-সহ দুই ছাত্র। প্রত্যেকেই গ্রেফতার। গ্রেফতার হয়েছেন কলেজের নিরাপত্তারক্ষী। ভারতীয় ন্যায় সংহিতার কোন কোন ধারায় মামলা? বিচার পাবেন নির্যাতিতা? বিশেষজ্ঞ আইনজীবীর সঙ্গে কথা বলল আনন্দবাজার ডট কম।