বিপর্যয় মোকাবিলা বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে পুরসভার তরফ থেকে। বিশেষ করে রাতে। টালা ট্যাঙ্ক-সহ কলকাতা পৌরসভার সমস্ত স্থাপত্য এবং জলাধারে নজরদারি বাড়াতে হবে। ২৪ ঘন্টা নজরদারি এবং পর্যবেক্ষণ করতে হবে। দিনে এবং রাতে পৌরসভার জলের ট্যাঙ্ক সবসময় প্রস্তুত রাখতে হবে। পুরসভার নির্দেশিকায় বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা সামগ্রী এবং ত্রাণ(চাল,ডাল-সহ শুকনো খাবার) সামগ্রী প্রস্তুত রাখতে হবে। ২৪ ঘন্টা কলকাতা পৌরসভার কন্ট্রোল রুম খোলা রাখতে হবে। আধিকারিকদের কন্ট্রোল রুমে হাজির থাকতে হবে।