মনোজ ফোগট। হরিয়ানার সমসপুর গ্রামের বাসিন্দা। পঞ্জাব সীমান্তে কপূরথালায় পোস্টিং। ল্যান্সনায়েক পদে ছিলেন মনোজ। সীমান্তে কর্তব্যরত অবস্থায় গুলি লাগে। শনিবার মনোজ বাড়ি ফিরলেন। তবে শেষ বার। কফিনবন্দি হয়ে।