শতাব্দীর সিকি ভাগ পেরোতে চলেছে, বিদ্বেষের ক্ষত থেকে মুক্তি পায়নি সভ্যতা। দিল্লিতে বাংলাদেশি সন্দেহে হেনস্থার মুখে পড়েছেন বাংলাভাষী পরিযায়ী শ্রমিকেরা। পুশব্যাক করে অনেককে পাঠিয়ে দেওয়া হয়েছে ওপার বাংলায়। কেউ ফিরেছেন। কেউ ফেরেননি। গোটা বছর জুড়েই রাজ্যে রাজ্যে আক্রান্ত শ্রমিকেরা। ধর্ম-জাতি পরিচয় হয়ে উঠেছে বিদ্বেষের কারণ। নতুন বছরে কি অন্তর থেকে নাশ হবে বিদ্বেষ-বিষ?