বাংলাদেশি পোশাক, প্লাস্টিক, প্লাস্টিকজাত পণ্য, ফল, ফল থেকে তৈরি পানীয়, তুলা এবং কাঠের আসবাবপত্র আর স্থলবন্দর দিয়ে ভারতে ঢুকবে না। এই সব পণ্য ভারতে রফতানি করতে বাংলাদেশকে ব্যবহার করতে হবে কলকাতা কিংবা মুম্বইয়ের জলবন্দর। রফতানির ক্ষেত্রে এখনও পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে মাছ, এলপিজি, ভোজ্যতেল এবং পাথরে। তবে নেপাল এবং ভুটানে বাংলাদেশি পণ্য রফতানিতে কোনও প্রকার নিষেধাজ্ঞা নেই ভারতের। শনিবার একটি বিবৃতি প্রকাশ করে ভারত জানায়, নির্দিষ্ট কিছু বাংলাদেশি পণ্যের জন্য অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের সব স্থলবন্দরের দরজা বন্ধ করা হল। ভারতের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল দিয়েও ঢুকবে না বাংলাদেশি পোশাক, প্লাস্টিক, পাথরের মতো বাণিজ্যিক পণ্য। একই নিষেধাজ্ঞা কার্যকর হবে পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্দা এবং ফুলবাড়ি স্থলবন্দরেও।