‘অপারেশন সিঁদুর’। সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর থিম। প্রতি বছরই থিমে কিছু না কিছু চমক থাকে। বরাবরই হালফিলের ঘটনাকে মাথায় রেখে থিম তৈরি করে সন্তোষ মিত্র স্কোয়ার। এ বার তৈরি হবে আস্ত একটা যুদ্ধক্ষেত্র। থিম ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই সজল ঘোষের কাছে এল পুলিশের নোটিস। থিমের পুজোয় পুলিশের নোটিস কেন?