Pakistan Train Hijack

দিনভর পাক সেনা অভিযান, বালোচ বিদ্রোহীমুক্ত জ়াফর এক্সপ্রেস, তবু ধোঁয়াশা কাটছে না

১২ মার্চ রাতে পাক সেনা জানায় সামরিক অভিযান সফল। বালোচ অপহরণকারীদের হাত থেকে মুক্ত করা হয়েছে জ়াফর এক্সপ্রেসকে। কিন্তু পাক সেনার দাবি ঘিরে একাধিক প্রশ্ন থেকেই যাচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৮:৪০
Advertisement

১১ মার্চ সকালে জ়াফর এক্সপ্রেস হাইজ্যাক করে বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ। ওই দিন সন্ধ্যা থেকেই সামরিক অভিযানে নামে পাক সেনা। পণবন্দিদের উদ্ধারের কাজে যোগ দেয় পাক সেনার স্পেশাল সার্ভিস গ্রুপ, ফ্রন্টিয়ার কর্পস, পাক বায়ুসেনা এবং আধাসেনা। ১২ মার্চ রাতে পাক সেনা জানায় অভিযান শেষ। জ়াফর এক্সপ্রেস বালোচ বিদ্রোহী মুক্ত। সেনার হিসাব, ২৭ জন পণবন্দি নিহত। সত্যিই কি তাই? লড়াই কি আদৌ থেমেছে। ১৩ মার্চের বিবৃতিতে বালোচ লিবারেশন আর্মি দাবি করে, নানা জায়গায় পাক সেনার সঙ্গে এখনও সংঘর্ষ চলছে। ধোঁয়াশা কাটছে না।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement