অসহায় সাংসদের কান্না! শাহবাজ শরিফ ‘কাপুরুষ’, ইমরান খানকে ফেরানোর দাবি পাক সংসদে

২০২৩ সালের মে মাস থেকে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৪:০১
Advertisement

পহেলগাঁওয়ের জঙ্গিহানার পর থেকেই আন্তর্জাতিক দুনিয়ার নজর ঘুরেছে পাকিস্তানের দিকে। নিজেদের দেশের ভিতর জঙ্গিঘাঁটি নিকেশ করতে পাকিস্তান আদৌ কি ব্যবস্থা নেবে? অপেক্ষায় ছিল ভারতও। কিন্তু না, পাকিস্তান উল্টে পহেলগাঁও হামলার দায় ঝেড়ে ফেলে। আর তার পরেই অপারেশন সিঁদুর। ৭ মে মধ্যরাত। অপরাশেন সিঁদুর অভিযান শুরু করে ভারত। নিখুঁত, নির্ভুল নিশানায় গুঁড়িয়ে দেওয়া হয় নয় জঙ্গি ঘাঁটি। উল্টে পাকিস্তান নিশানা করে ভারতের সেনাঘাঁটি, ধর্মীয়স্থান এবং সাধারণ মানুষকে। হামলা রুখে দেয় ভারত। এই পরিস্থিতিতে পাক সংসদে সওয়াল নেতৃত্ব বদলেরও। ২০২৩ সালের মে মাস থেকে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ভারত-পাক সংঘাতের আবহে তাঁকে ফিরিয়ে আনার আওয়াজ পাক সংসদে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement