যুদ্ধের ক্ষতকে সঙ্গে নিয়েই বড়দিন প্যালেস্টাইনে, আলোয় সাজছে গাজ়া থেকে বেথলেহেম
গাজ়ার বুকে এখনও ছড়িয়ে যুদ্ধের ক্ষতচিহ্ন। অন্ধকার দিনের স্মৃতি ভুলতে প্যালেস্টাইন বেছে নিয়েছে ক্রিসমাসের সুরকে।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৩:১৭
Advertisement
যুদ্ধ থেমেছে। গাজ়ার বুকে এখনও জীবন্ত যুদ্ধের ভয়াবহতা। ক্ষতচিহ্ন, বিষণ্নতাকে সঙ্গে নিয়েই বড়দিনের জন্য সাজছে প্যালেস্টাইন। গাজ়া থেকে বেথলেহেম, আলো জ্বলল ক্রিসমাস ট্রি-তে।