India Pakistan Ceasefire

রাতের গোলাগুলি থামলেও বিপদ কাটেনি সীমান্তের গ্রামগুলিতে, আজও ফিরতে পারছেন না ঘরছাড়ারা

পাক সেনার ছোড়া অনেক শেল ও মর্টারই ফাটেনি। সেগুলি নিষ্ক্রিয় করার কাজ চালাচ্ছে সেনার বম্ব ডিসপোজ়াল স্কোয়াড।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ২২:০৬
Advertisement

সীমান্তের ও পারে, পাকিস্তানের দিক থেকে ধেয়ে আসা গোলাগুলির ভয়ে বাড়ি ছাড়েন। ১০ মে সংঘর্ষবিরতি ঘোষণা হয়। তার পরও ত্রাণশিবিরেই ঠিকানা। আজও জম্মু কাশ্মীরের সীমান্ত লাগোয়া গ্রামগুলির অসংখ্য মানুষ ঘরছাড়া। পাক-সেনার ছোড়া বেশ কিছু গোলা এখনও তাজা। ছোড়া হয়েছে কিন্তু ফাটেনি। সেই সব শেল ও মর্টার নিষ্ক্রিয় করছে সেনার বম্ব ডিসপোজ়াল স্কোয়াড।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement