রাজা রঘুবংশীর হত্যার দায় একা সোনমের নয়, পুরো পরিবার দায়ী। তাই প্রয়োজন পুরো পরিবারের নার্কো টেস্ট। এমনই দাবি রাজার পরিবারের। রাজার দাদার দাবি, সোনমের প্রেমের কথা জানতেন তাঁর মা। এ দিকে সোনমের দাদা জানান, যদি রাজার পরিবারের সন্দেহ থাকে, তা হলে তাঁরা পরীক্ষা করাতে রাজি। রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের পুনর্নির্মাণ করল পুলিশ। পূর্ব খাসি হিলসের সোহরায় নিয়ে আসা হয় সোনম এবং বাকি অভিযুক্তদের।