সোনতিলা গ্রামে কয়েক ঘর হোজাই পরিবারের বাস। প্রত্যেকেই আদিবাসী। দিমাসা সম্প্রদায়ের। রশ্মিতা এই গ্রামের মেয়ে। অনেক স্বপ্ন নিয়ে গ্রাম ছেড়ে একদিন পৌঁছন শহর। আর ফেরেননি। রশ্মিতা কি খুন হয়েছেন? না কি আত্মহত্যা করেছেন? কেন এক আদিবাসী মেয়ের জীবন এ ভাবে শেষ হল?