দক্ষিণ ভারত মহাসাগরের একটি নির্দিষ্ট অংশে বিমানের খোঁজে নতুন করে শুরু হয়েছে তল্লাশি। বিজ্ঞানীরা জটিল অঙ্ক কষে বলেছেন, পথ হারিয়ে এখানেই ভেঙে পড়ে ফ্লাইট এমএইচ থ্রিসেভেন্টি। ‘ওশান ইনফিনিটি’ নামের একটি সংস্থা গভীর সমুদ্রে রিমোট চালিত ‘ড্রোন-ডুবুরি’ নামিয়ে তন্নতন্ন করে খুঁজে দেখবে ১৫ হাজার বর্গ কিলোমিটার এলাকা। শেষপর্যন্ত কি রহস্যের জট খুলবে?