Malaysian Airlines Flight MH370

নিখোঁজ ফ্লাইট এমএইচ ৩৭০, সমুদ্রের তলায় ড্রোন-ডুবুরির তল্লাশি, খুলবে কি রহস্যের জট

বিমান পরিবহণের ইতিহাসে সবচেয়ে বড় রহস্যময় ঘটনা। মাঝ আকাশ থেকে একটা আস্ত বিমান মুহূর্তে গায়েব। মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ থ্রিসেভেন্টি। কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে রেডার থেকে মুছে যায়। তার পর থেকে বিমানটি নিখোঁজ। এ’ঘটনার পর দশ বছর কেটে গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১৮:১৫
Advertisement

দক্ষিণ ভারত মহাসাগরের একটি নির্দিষ্ট অংশে বিমানের খোঁজে নতুন করে শুরু হয়েছে তল্লাশি। বিজ্ঞানীরা জটিল অঙ্ক কষে বলেছেন, পথ হারিয়ে এখানেই ভেঙে পড়ে ফ্লাইট এমএইচ থ্রিসেভেন্টি। ‘ওশান ইনফিনিটি’ নামের একটি সংস্থা গভীর সমুদ্রে রিমোট চালিত ‘ড্রোন-ডুবুরি’ নামিয়ে তন্নতন্ন করে খুঁজে দেখবে ১৫ হাজার বর্গ কিলোমিটার এলাকা। শেষপর্যন্ত কি রহস্যের জট খুলবে?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement