ভোটার তালিকায় নিবিড় সংশোধন শুরু। এনুমারেশন ফর্ম বিলি হচ্ছে সোনাগাছিতেও। এলাকার যৌনকর্মীরাও হাতে পাচ্ছেন আবেদনপত্র। তবে নথি সংক্রান্ত চিন্তায় অনেকেই জেরবার। নথি জোগাড় না হলে ভোটার তালিকা থেকে কি নাম কাটা যাবে? না কি, অন্য কোনও ব্যবস্থা নেওয়া হবে যৌনকর্মীদের জন্য? বিশেষ আর্জি নিয়েই নির্বাচন কমিশনারের দ্বারস্থ হওয়ার ভাবনা দুর্বার মহিলা সমন্বয় কমিটির।