Mosques in UP covered with tarpaulin

কানপুরের জামা মসজিদে জুম্মার প্রার্থনার সময় বদল, হোলির আগে মসজিদ ঢাকা হল ত্রিপলে, কেন?

শুক্রবার দোলের দিন জুম্মাবার। সম্ভলের এক পুলিশ অফিসার বলেন, হোলির দিন সংখ্যালঘুদের ঘরে থাকাটাই ভাল। বক্তব্যকে সমর্থন করে যোগী আদিত্যনাথের সরকার।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২০:৪৯
Advertisement

হোলির উৎসব। তার আগে ঢেকে ফেলা হয়েছে বেশ কয়েকটি মসজিদ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘১৪ মার্চ হোলি। দুপুর ২টো পর্যন্ত হোলি খেলতে দিন। দু’টোর পর জুম্মার নমাজে অংশ নিন। অনেক মুসলিম ধর্মগুরুও অনেক আগে থেকে এই আবেদন করেন। কেননা হোলি বছরে এক বার হয়। জুম্মার নমাজ় প্রতি সপ্তাহে।’’ রমজ়ান মাস চলছে। ২০০ বছরে এই প্রথম কানপুরের জামা মসজিদ শুক্রবার জুম্মার প্রার্থনার সময় বদল করেছে। নোটিস টাঙিয়ে দিয়েছে মসজিদে। কেন? কীসের আশঙ্কা?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement