হোলির উৎসব। তার আগে ঢেকে ফেলা হয়েছে বেশ কয়েকটি মসজিদ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘১৪ মার্চ হোলি। দুপুর ২টো পর্যন্ত হোলি খেলতে দিন। দু’টোর পর জুম্মার নমাজে অংশ নিন। অনেক মুসলিম ধর্মগুরুও অনেক আগে থেকে এই আবেদন করেন। কেননা হোলি বছরে এক বার হয়। জুম্মার নমাজ় প্রতি সপ্তাহে।’’ রমজ়ান মাস চলছে। ২০০ বছরে এই প্রথম কানপুরের জামা মসজিদ শুক্রবার জুম্মার প্রার্থনার সময় বদল করেছে। নোটিস টাঙিয়ে দিয়েছে মসজিদে। কেন? কীসের আশঙ্কা?