ভক্তের ইচ্ছায় গণেশ হয়ে দর্শন দিয়েছেন জগন্নাথ, জানুন স্নানযাত্রার মাহাত্ম্য

স্নানযাত্রা থেকেই শুরু হয় রথ উৎসব।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৭:২০
Advertisement

বুধবার ছিল স্নানযাত্রা বা স্নান পূর্ণিমা। যা পুরীতে স্নান উৎসব নামেও পরিচিত। আবার অনেকে বলেন দেব স্নান পূর্ণিমা। যে নামই হোক, জগন্নাথ ভক্তদের কাছে দিনটি শুভ এবং পবিত্র। স্নানযাত্রার রীতিনীতি বারো শতক থেকে শুরু। উপাসকদের অনেকের বিশ্বাস এই স্নানযাত্রার দিন জগন্নাথ রূপে দর্শন দেন শ্রীবিষ্ণু। জনশ্রুতি রয়েছে— জগন্নাথদেবের এক ভক্ত গণপতি ভট্ট মনে করেছিলেন জগন্নাথ হয়ত গণেশের মতো দেখতে হবেন। দেবতার আবির্ভাব দেখে তিনি হতাশ হয়ে পুরী ছেড়ে চলে যাচ্ছিলেন। এর পর জগন্নাথদেব তাঁর ভক্তের মন রাখতে গজমুখী রূপেই আবির্ভূত হন। এই অলৌকিক ঘটনা স্নানযাত্রাকে আরও বেশি উপাচারিক করেছে।

Advertisement

ইংরেজি ক্যালেন্ডারে মে-জুন আর বাংলা দিনপঞ্জিতে জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠে পূর্ণিমা তিথির এই স্নানযাত্রা থেকেই শুরু হয় রথ উৎসব। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, বছরের এই দিনেই ভক্তদের দর্শন দেন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement