Baishakhi Banerjee

Baisakhi Banerjee: বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের শাড়ির আলমারিতে সবচেয়ে দামি জামদানি কোনটি

নানা জনে তাঁকে জামদানি শাড়ি উপহার দেন। নিজেও কম কেনেন না। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে সব রঙের জামদানি রয়েছে। কিন্তু সবচেয়ে দামি কোনটি?

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ মে ২০২২ ১৭:৪৮
Advertisement

বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের আলমারিতে নানা ধরনের শাড়ি আছে। তার মধ্যে জামদানির সংখ্যা নেহাত কম নয়। লাল-কালো-গোলাপি থেকে শুরু করে সাদা— সব রঙের জামদানি রয়েছে।

নিজে তো কেনেনই। সঙ্গে বহু জামদানি উপহারও পান। বাংলাদেশের ভাই-বন্ধুরা পাঠান। কিন্তু তাঁর আলমারিতে সবচেয়ে দামি জামদানি কোনটি?

Advertisement

একটি সাদা জামদানি হল বৈশাখীর কাছে সবচেয়ে দামি। সেটি পরেই আনন্দবাজার অনলাইনের সঙ্গে শাড়ির আড্ডায় বসেছিলেন। দোকানের তাক থেকে তাঁর মেয়ে নিজে পছন্দ করেছে শাড়িটি। এ রকম একটি লাল জামদানিও আছে। মায়ের কাছে মেয়ের পছন্দ করা শাড়ির চেয়ে দামি আর কী বা হতে পারে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement