সপ্তাহ ঘুরলেও অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নেই। কেন নেই? কেষ্ট বলেই ছাড়? প্রশ্ন উঠেছে অনুব্রতের মেডিক্যাল রিপোর্ট নিয়েও। অন্যদিকে বিনা অনুমতিতে ফোন রেকর্ডিং করার কারণে আইসি বোলপুর লিটন হালদারের ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।