bizarre

তরুণের শরীর খুবলে খেল পাঁচটি পিটবুল! ৩০০টির বেশি কামড়, ৫০০টি সেলাই, ক্ষত বিষিয়ে চার দিন পর মৃত্যু

৪৬ বছর বয়সি এই তরুণের উপর ২৩ মিনিট ধরে আক্রমণ চালায় কুকুরগুলি। ভয়াবহ এই ঘটনার পর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তরুণের গোটা শরীরে ৩০০টিরও বেশি কামড়ের চিহ্ন ছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৫:৩৩
5 pit bulls attacked a man

—প্রতীকী ছবি।

একটি-দু’টি নয়, পাঁচটি কুকুর জোটবদ্ধ হয়ে আক্রমণ করল এক তরুণকে। তাও আবার যে-সে কুকুর নয়। পাঁচটি হিংস্র পিটবুলের আঁচড়ে-কামড়ে ফালা ফালা হলেন আমেরিকার মিসৌরির কানসাস সিটির বাসিন্দা ক্রিস কালবার্টসন। ৪৬ বছর বয়সি এই তরুণের উপর ২৩ মিনিট ধরে আক্রমণ চালায় কুকুরগুলি। ভয়াবহ এই ঘটনার পর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তাঁর গোটা শরীরে ৩০০টিরও বেশি কামড়ের চিহ্ন ছিল। কালবার্টসনের ক্ষতস্থানে ৫০০টি সেলাই করতে হয়েছিল। চার দিন পর তাঁর ক্ষতস্থান বিষিয়ে যাওয়ায় তিনি হাসপাতালে মারা যান। ঘটনাটি গত বছরের হলেও সিসিটিভি ফুটেজটি সম্প্রতি প্রকাশ পেয়েছে।

Advertisement

‘ডেলি মিররে’র প্রতিবেদনে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ভয়ঙ্কর এই দৃশ্যটি। সেখানে দেখা গিয়েছে কালবার্টসন যখন সাইকেল চালাচ্ছিলেন, তখন দুটি কুকুর তাঁকে ঘিরে ধরে। এর পর তিনি মাটিতে পড়ে যান। এর ফলে আরও কুকুর ছেঁকে ধরে তাঁকে। এতগুলি আগ্রাসী কুকুরের আক্রমণ প্রতিহত করতে পারেননি তরুণ। আপ্রাণ লড়াই চালিয়েও কুকুরগুলিকে থামাতে পারেননি তিনি। আত্মসমর্পণ করতে বাধ্য হন। ভয়াবহ কুকুরগুলি খুবলে খেয়ে নেয় কালবার্টসনকে।

এই ঘটনার পর আশপাশের লোকজন বেরিয়ে আসেন। পুলিশে খবর দেওয়া হয়। হামলার পর কুকুরগুলি এতটাই আক্রমণাত্মক ছিল যে তাদের বাগে আনতে হিমশিম খেতে হয় পুলিশ, ‘সোয়াট’ টিম ও পশু অধিকার কর্মীদের। কুকুরের মালিকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন