কার্তিকের সঙ্গে গুঞ্জন বন্ধ করতে বড় পদক্ষেপ করিনার। ছবি: সংগৃহীত।
তিনি মোটেই কার্তিক আরিয়ানের প্রেমিকা নন। গুঞ্জন ছড়াতেই জানিয়ে দিয়েছেন অষ্টাদশী পড়ুয়া করিনা কুবিলিয়ুট। তবে তার পরেও থামেনি জল্পনা। কারণ, কার্তিকের ভাগ করে নেওয়া ছবিতে পারিপার্শ্বিক যে ছবি দেখা গিয়েছে, তা হুবহু মিলে গিয়েছে করিনার পোস্ট করা ছবির সঙ্গে। তাই এ বার বাধ্য হয়ে বড় পদক্ষেপ করলেন করিনা।
কার্তিক গোয়া থেকে একটি ছবি ভাগ করে নিয়েছিলেন। ছবিতে শুধুই তাঁর একজো়ড়া পা দেখা যাচ্ছিল। একই সময়ে কিশোরী করিনাও একটি ছবি তাঁর সমাজমাধ্যমে ভাগ করে নেন। একই সমুদ্রসৈকত, বুঝতে অসুবিধা হয়নি নেটাগরিকের। কার্তিকের ছবিতে একটি ভলিবলের কোর্ট দেখা গিয়েছিল, যা করিনার ছবিতেও দৃশ্যমান। কিন্তু করিনা এ বার দাবি করলেন, তিনি তাঁর পরিবারের সঙ্গে গোয়া বে়ড়াতে গিয়েছিলেন। ৩৫ বছরের অভিনেতার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। যদিও করিনাকে ইনস্টাগ্রামে ‘ফলো’ করতেন কার্তিক। কিন্তু প্রেমের গুঞ্জন ছড়াতেই তিনি অষ্টাদশী কলেজ পড়ুয়াকে ‘আনফলো’ করে দেন।
নিজের ইনস্টাগ্রাম বায়ো-তে পর্যন্ত করিনা লিখেছেন, “আমি কার্তিককে চিনি না। আমি ওর প্রেমিকা নই। আমি আমার পরিবারের সঙ্গে বেড়াতে এসেছি।” এখানেই শেষ নয়। গুঞ্জন ছড়ানোর পর থেকে তাঁর ছবিতে নানা রকমের মন্তব্য আসছিল। তাই শেষপর্যন্ত নিজের মন্তব্য বিভাগ বন্ধ করে রেখেছেন করিনা। তবে এই জল্পনার মাঝে বেড়েছে তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা। ৯০০০ ফলোয়ার ছিল তাঁর। মাত্র ১২ ঘণ্টায় সেই ফলোয়ার সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৩ হাজারে।
কিন্তু কে এই করিনা? এই প্রশ্নও উঠেছে বার বার। জানা যাচ্ছে, ইংল্যান্ডের কার্লিসল কলেজের ছাত্রী করিনা। তিনি পেশায় একজন ‘চিয়ারলিডার’ও। কার্তিক ও করিনার বয়সের ব্যবধান নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এই বিষয়ে কার্তিক এখনও মুখ খোলেননি।