—প্রতীকী ছবি।
১৪০ বছর ধরে চলবে একটি ইউটিউব ভিডিয়ো! থাম্বনেল অন্তত সেই কথাই বলছে। হঠাৎ করেই ভিডিয়োটি নিয়ে ব্যাপক হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। ইউটিউব ভিডিয়োটি অস্বাভাবিক দীর্ঘ হওয়ার কারণে সকলের দৃষ্টি আকর্ষণ করছে। ভিডিয়োটির থাম্বনেলটিতে একটি ফাঁকা স্ক্রিন রয়েছে। সেখানে ভিডিয়োটির দৈর্ঘ্য ১৪০ বছর বলে দাবি করা হয়েছে। সময়সীমা অত্যন্ত দীর্ঘ হওয়ায় ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
গত ৬ জানুয়ারি ভিডিয়োটি ইউটিউবে পোস্ট করার পরই তা প্রচুর মানুষের নজর কেড়েছে। মিনিট নয়, ঘণ্টা নয়, দিন নয়, ভিডিয়োটির সময়সীমা ১৪০ বছর বলে দাবি করা হয়েছে। ভিডিয়োটিতে একটি ফাঁকা স্ক্রিন রয়েছে যেখানে দৃশ্য ও শ্রাব্য কিছুই নেই। ১৪০ বছর ধরে চলা ভিডিয়ো বলে দাবি করা হলেও চালু করার পর তা ১২ ঘণ্টায় নেমে আসে। ভিডিয়োটির বর্ণনাটিও একই রকম বিভ্রান্তিকর। ভিডিয়োয় আরবিতে একটি লেখা রয়েছে। সেই লেখার অর্থ, ‘‘এসো, নরকে আমার সঙ্গে দেখা করো।’’ ভিডিয়োটির স্ক্রিনশট অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বহু বার শেয়ার করা হয়েছে।
‘সাইনিডব্লুইউআর’ ভিডিয়োটি লক্ষ লক্ষ মানুষকে বিভ্রান্ত করেছে এবং বিতর্কেরও জন্ম দিয়েছে। ভিডিয়োটির কে, কী ভাবে আপলোড করেছে তা স্পষ্ট নয়। কেউ কেউ অনুমান করছেন, এটি ইউটিউবের একটি পরীক্ষামূলক ভিডিয়ো অথবা একটি বিকল্প রিয়্যালিটি গেমের অংশ। ভিডিয়োটির বর্ণনা থেকে দেখা যাচ্ছে যে, এটি উত্তর কোরিয়া থেকে পরিচালিত। অনেকেই এটিকে সবচেয়ে দীর্ঘ ইউটিউব ভিডিয়ো হিসাবে দাবি করছেন, যা সত্য নয়। দীর্ঘতম ইউটিউব ভিডিয়োটি ৫৯৬.৫ ঘণ্টা দীর্ঘ। ২০১১ সালে জোনাথন হারচিক নামের এক ব্যক্তি সেটি আপলোড করেছিলেন।