viral video

গোপনে প্রেমিকাকে রং ও চুমু দিতে গিয়ে ধরা পড়লেন প্রেমিক! তরুণকে ‘উচিত শিক্ষা’ দিলেন তরুণীর মা

এক জন তরুণ গোপনে তাঁর বান্ধবীর বাড়িতে দোল খেলতে আসেন। হঠাৎ করেই পরিবারের হাতে ধরা পড়ে যান। র‌ং দিতে এসে জোটে থাপ্পড়ও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ০৭:৫৯
A boyfriend secretly visiting his girlfriend’s house

ছবি: সংগৃহীত।

প্রেমিকার বাড়িতে গোপনে ঢুকে রং ও চুমু উপহার দিতে গিয়ে বিপদে প়ড়লেন এক তরুণ। একটি মজাদার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে এক তরুণ যুগলের রোম্যান্টিক মুহূর্তটি অপ্রত্যাশিত ভাবে পাল্টে যায়। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক জন তরুণ গোপনে তাঁর বান্ধবীর বাড়িতে দোল খেলতে আসেন। কিন্তু দুর্ভাগ্যবশত প্রেমিকার পরিবারের হাতে ধরা পড়ে যান। র‌ং দিতে এসে জোটে পাল্টা মারও। যদিও দোল আসতে দিন পাঁচেক দেরি। তার আগেই এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ঝড় তুলেছে। তবে ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে এক তরুণী গালে র‌ং মেখে পাঁচিলের পারে দাঁড়িয়ে রয়েছেন। রাস্তায় দাঁড়িয়ে এক তরুণ। সম্ভবত বাড়ির বাইরে রঙের উৎসব পালনে তরুণীর পরিবারের বাধা রয়েছে। তরুণী তাঁর প্রেমিককে ইশারা করে বলেন গালে রং দিতে। একে অপরকে রঙিন করে তোলার পর তরুণ পাঁচিল বেয়ে উঠে তরুণীকে চুমু খেতে যান। তরুণীর ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই ঘটে যায় বিপত্তি। বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে যুবকের গালে থাপ্পড় কষিয়ে দেন এক মহিলা। তিনি সম্ভবত ওই তরুণীর মা। পরিবেশ নাটকীয় ভাবে বদলে যায়।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কমেডি বয় ২১’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে। প্রায় ৫০ লক্ষ লাইক পড়েছে এতে। হইচইও পড়েছে সমাজমাধ্যমে। অনেকেই ঘটনাটিকে প্রাসঙ্গিক বলে মনে করেছেন। ভারতীয় বাবা-মায়েরা সম্পর্কের ক্ষেত্রে কতটা কঠোর হতে পারেন তা নিয়ে মজার মজার মন্তব্য জমা পড়েছে পোস্টটিতে।

Advertisement
আরও পড়ুন