Donald Trump

আপনার হাতে কেন কালশিটের দাগ? প্রশ্ন শুনে ট্রাম্পের জবাব: চলুন, আমার স্বাস্থ্য নিয়ে আবার আলোচনা করি! কী কী বললেন

এর আগেও একাধিক বার ট্রাম্পের স্বাস্থ্য এবং শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। গত নভেম্বরে ওভাল অফিসে বৈঠক চলাকালীন ‘ঘুমিয়ে পড়া’র অভিযোগও উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১৩:০০
ট্রাম্পের ডান হাতের ব্যান্ডেজ নিয়ে গুঞ্জন।

ট্রাম্পের ডান হাতের ব্যান্ডেজ নিয়ে গুঞ্জন। — ফাইল চিত্র।

গত কয়েক মাসে একাধিক বার ব্যান্ডেজ দেখা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের ডান হাতে। কখনও ‘ক্ষত’ ঢাকতে হাতে মেকআপের আস্তরণও চড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর পর থেকেই ৮০ বছরে পা দিতে চলা ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। সেই আবহে এ বার সব জল্পনা উড়িয়ে দিলেন ট্রাম্প নিজেই। জানিয়ে দিলেন, সম্পূর্ণ সুস্থ আছেন তিনি।

Advertisement

সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে দেওয়া একটি সাক্ষাৎকারে তাঁর স্বাস্থ্য নিয়ে অহেতুক জল্পনায় যারপরনাই বিরক্তি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘‘আসুন, আমার স্বাস্থ্য নিয়ে ২৫তম বার কথা বলি! আমি একেবারে সুস্থ আছি। রক্তের ঘনত্ব কমাতে রোজ অ্যাসপিরিন নিতে হয় বলে আমার হাতে ক্ষত রয়েছে। এ বার আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন?’’ ট্রাম্প আরও জানিয়েছেন, যখন তাঁর হাতে কালশিটে পড়ে যায়, তখন তিনি তা ঢাকতে মেকআপ কিংবা ব্যান্ডেজ ব্যবহার করেন। তবে ট্রাম্পের দাবি, তাঁর হাতের সাম্প্রতিক ক্ষতটি হয়েছে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির সঙ্গে হাত মেলাতে গিয়ে! অসাবধানতাবশত অ্যাটর্নি জেনারেলের আংটিতে লেগে এই কাণ্ড ঘটেছে।

এর আগেও একাধিক বার ট্রাম্পের স্বাস্থ্য এবং শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। গত নভেম্বরে ওভাল অফিসে বৈঠক চলাকালীন ‘ঘুমিয়ে পড়া’র অভিযোগও উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর দাবি, তিনি কখনওই বৈঠক চলাকালীন ঘুমোননি। তবে অক্টোবরে তাঁর সিটি স্ক্যান হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গত মাসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আমেরিকায় সুদের হার নিয়ে কথা বলার সময়েও নাকি বেশ কয়েক বার খেই হারিয়ে ফেলেছিলেন ট্রাম্প। তার পরেই তাঁর সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠে। জল্পনা আরও বাড়িয়ে দেয় মার্কিন প্রেসিডেন্টের ডান হাতে থাকা চারকোনা কয়েকটি ব্যান্ডেজ। ট্রাম্পের হাতের সেই ক্ষত নিয়ে প্রশ্ন করা হয়েছিল হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটকে। সে সময় ক্যারোলিন জানিয়েছিলেন, নানা কাজে ট্রাম্পকে দিনভর বহু মানুষের সঙ্গে করমর্দন করতে হয়। তা ছাড়া, প্রবীণ প্রেসিডেন্টকে অ্যাসপিরিন জাতীয় একটি ওষুধ খেতে হয় বলেও জানিয়েছিলেন তিনি। সেই কারণেই ট্রাম্পের ডান হাতে কালশিটের দাগ থাকে। ট্রাম্প নিজে অবশ্য প্রতি বারই জানিয়েছেন, তিনি সুস্থ। পূর্বসূরি জো বাইডেনের প্রসঙ্গ টেনে এ-ও জানিয়েছেন যে, তিনি বাইডেনের তুলনায় অনেক ভাল আছেন। বাইডেন শেষ দিকে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করতে পারছিলেন না বলেও দাবি করেন ট্রাম্প।

Advertisement
আরও পড়ুন