viral video

স্ত্রী জড়িয়েছেন পরকীয়ায়, সন্তানকে কোলে নিয়ে পার্কে গিয়ে প্রেমিক-সহ তরুণীকে হাতেনাতে ধরলেন স্বামী

স্বামীকে লুকিয়ে প্রেমিকের সঙ্গে পার্কে দেখা করতে এসেছিলেন স্ত্রী। খবর পেয়ে হাতেনাতে ধরলেন তরুণ। কোলে শিশুপুত্রকে নিয়ে পার্কে হাজির হন তরুণ। শুরু হয় বচসা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ১০:৩৮
brawl between couple over an extra marital affair

ছবি: এক্স থেকে নেওয়া।

কিছু দিন ধরেই স্ত্রীর হাবভাবে পরিবর্তন লক্ষ করছিলেন তরুণ। সংসারে মন ছিল না। সন্তানের প্রতিও তেমন যত্ন নিচ্ছিলেন না। দিনের পর দিন এ ভাবে চলতে থাকায় মনে সন্দেহ দানা বাঁধে স্বামীর। তরুণের সন্দেহই সত্য প্রমাণিত হয়। লুকিয়ে প্রেমিকের সঙ্গে পার্কে দেখা করতে এসেছিলেন স্ত্রী। তক্কে তক্কে ছিলেন স্বামী। খবর পেয়ে হাতেনাতে ধরলেন দু’জনকে। সঙ্গে নিয়ে এসেছিলেন কোলের সন্তানকেও। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি কবে বা কোথায় তোলা হয়েছে সেই তথ্যও জানা যায়নি ভিডিয়ো থেকে।

Advertisement

‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে কোলে শিশুপুত্রকে নিয়ে পার্কে হাজির হয়েছেন তরুণ। সালোয়ার-কামিজ পরা এক তরুণীর উদ্দেশে চিৎকার করতে দেখা গিয়েছে তাঁকে। স্ত্রীর প্রতি অভিযোগ, সন্তানের দিকে নজরই দেন না। সমস্ত কর্তব্য পালন করেন তরুণই। এর জবাবে তাঁর স্ত্রী কিছু বলতে চাইলেও তাঁকে চলে যেতে নির্দেশ দেন তরুণ। তিনি বলেন, ‘‘কথা না বাড়িয়ে স্রেফ চলে যাও।’’ তরুণীও পাল্টা জবাবে চিৎকার করতে থাকেন। তাঁদের দাম্পত্য কলহ শুনে জড়ো হয়ে যান বেশ কয়েক জন।

১০ জুন পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় ১১ লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। নেটাগরিকদের অনেকেই অনেকে মজার মজার মন্তব্য করেছেন ভিডিয়োটি দেখে। বিষয়টি নিয়ে আবার বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন