viral video

‘বিদায় ভারত!’ অহমদাবাদ বিমানবন্দরে অভিশপ্ত বিমানের ব্রিটিশ যাত্রীর শেষ ভিডিয়ো প্রকাশ্যে

অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার বিমানের যাত্রীতালিকায় নাম ছিল ব্রিটিশ যাত্রী জেমি রে মিকের। অহমদাবাদ বিমানবন্দর থেকে এআই ১৭১ নম্বরের বিমানে ওঠার ঠিক আগেই জেমি ও তাঁর সঙ্গী একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৯:১৭
British passenger of air india flight shared Instagram video

ছবি: সংগৃহীত।

১০ ঘণ্টা পরেই দেশে ফিরে যাওয়ার কথা ছিল ব্রিটিশ যাত্রী জেমি রে মিকের। অহমদাবাদের বিমানবন্দর থেকে ভারতকে বিদায় জানিয়ে একটি ভিডিয়োও পোস্ট করেছিলেন এই তরুণ। সেই ভিডিয়োই যে তাঁর শেষ ভিডিয়ো হতে চলেছে তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি জেমি। অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার বিমানের যাত্রীতালিকায় নাম ছিল তাঁরও। অহমদাবাদ বিমানবন্দর থেকে এআই ১৭১ নম্বরের বিমানে ওঠার ঠিক আগেই জেমি ও তাঁর সঙ্গী একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন। বিমান দুর্ঘটনার পর সেই ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। মুহূর্তেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় বিমানবন্দরে হাস্যোজ্জ্বল জেমিকে ভারতকে বিদায় জানাতে দেখা গিয়েছে। আগামী দশ ঘণ্টায় জেমি ও তাঁর সঙ্গীর বিমানযাত্রা কেমন হতে চলেছে সেই নিয়ে কথা বলতে শোনা গিয়েছে দু’জনকেই। ভিডিয়োয় জেমিকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমরা বিমানবন্দরে এসেছি, সবেমাত্র বিমানে ওঠার বোর্ডিংয়ের নিয়মকানুন শেষ করেছি। লন্ডনে ফেরার ১০ ঘণ্টার উড়ানের আগে ভারতকে বিদায় জানাচ্ছি। বিদায় ভারত।’’ তাঁর সঙ্গীকেও বলতে শোনা গিয়েছে ‘‘দারুণ সব অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরছি, ফিরতে পারছি ভেবে মনের ভিতরে খুশির ভাব জাগছে।’’

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮-এ ৫৩ জন ব্রিটিশ নাগরিকের মধ্যে জেমি রে মিক ছিলেন অন্যতম। ২৪২ জনকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দর থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই গুজরাতের মেঘানিনগরে লোকালয়ে বিমানটি ভেঙে পড়ে। অহমদাবাদের পুলিশ কমিশনার সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, বিমানে সওয়ার প্রায় সকলেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে ২৩০ জন যাত্রী ছিলেন। বাকি ১২ জন কর্মী। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়। তা ছাড়া ৫৩ জন ব্রিটিশ, সাত জন পর্তুগিজ নাগরিক এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ছিলেন। কানাডার এক নাগরিকও ছিলেন।

Advertisement
আরও পড়ুন