bizarre

বিয়ে না করলে থাকবে না চাকরি, সময় বাঁধল সংস্থা, আত্ম-সমালোচনা করে লিখতে বলল চিঠিও!

সংস্থার কর্মীদের জানানো হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই বিয়ে করে ফেলতে হবে অবিবাহিত কর্মীদের। বিবাহবিচ্ছিন্নরাও বাদ পড়েননি এই নিয়মের হাত থেকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৬
company in China issued a notice to fire its single and divorced employees

ছবি: সংগৃহীত।

নির্ধারিত সময়ের মধ্যে বিয়ে না করলে ছাঁটাই করা হবে সংস্থার অবিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কর্মীদের। অদ্ভুত এক ফতোয়া জারি করল চিনের সংস্থা। সংস্থার কর্মীদের জানানো হয়েছে চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই বিয়ে করে ফেলতে হবে অবিবাহিত কর্মীদের। বিবাহবিচ্ছিন্নরাও বাদ পড়েননি এই নিয়মের হাত থেকে। তাঁদেরও অবিলম্বে আবার বিয়ের পিঁড়িতে বসতে হবে। এই নিয়ম লঙ্ঘন করলে চাকরি হারাতে হবে সেই সমস্ত কর্মীদের। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, শানডং প্রদেশের ‘শুন্তিয়ান কেমিক্যাল গ্রুপ’ নামের একটি সংস্থা জানুয়ারিতে এই নিয়ম চালু করে। সংস্থার লক্ষ্য, কর্মীদের মধ্যে বিবাহের হার বৃদ্ধি করা।

Advertisement

এই সংস্থায় ১২০০ জন কর্মী কর্মরত। তাঁদের মধ্যে ২৮ থেকে ৫৮ বছর বয়সি অবিবাহিত ও বিবাহবিচ্ছিন্নদের এই বছরের শেষের মধ্যে বিয়ে সেরে ফেলার নির্দেশ দিয়েছে সংস্থাটি। যাঁরা মার্চের শেষের মধ্যে সাত পাকে বাঁধা পড়তে পারবেন না, তাঁদের একটি আত্ম-সমালোচনার পত্র লিখতে হবে। যদি তাঁরা জুনের শেষেও বিয়ে না করেন, তা হলে সংস্থা তাঁদের ‘মূল্যায়ন’ শুরু করবে। সেপ্টেম্বরের শেষেও যদি তাঁরা অবিবাহিত থাকেন, তা হলে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হবে।

সংস্থার আজব নীতির কথা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোরগোল শুরু হয়ে যায়। স্থানীয় মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা সংস্থা ‘দ্য বেজিং নিউজ়’কে জানিয়েছে যে তারা ১৩ ফেব্রুয়ারি সংস্থাটি পরিদর্শন করেছে। চাপের মুখে পড়ে সংস্থাটি এক দিনের মধ্যেই নীতিটি প্রত্যাহার করেছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। কাউকে বরখাস্ত করা হয়নি বলেও জানা গিয়েছে। সমাজমাধ্যমেও বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘সংস্থার উচিত নিজের কাজে মনোযোগ দেওয়া এবং কর্মীদের ব্যক্তিগত জীবন থেকে দূরে থাকা।’’

Advertisement
আরও পড়ুন