bizarre

মাঝ-আকাশে শিশুদের সামনে দম্পতি লিপ্ত মুখমৈথুনে! অভিযোগ পেয়েই ব্যবস্থা নিল উড়ান সংস্থা, গ্রেফতার যুগল

নিউ ইয়র্ক থেকে ফ্লরিডাগামী একটি বিমানে গত ১৮ জুলাই উচ্ছৃঙ্খল ও অশ্লীল আচরণের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। মাঝ-আকাশে প্রকাশ্যে যৌন কার্যকলাপে লিপ্ত হন ওই দম্পতি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৩:৫৪
A couple was arrested

—প্রতীকী ছবি।

মাঝ-আকাশে বিমানের ভিতরে প্রকাশ্যে যৌন কার্যকলাপে লিপ্ত দম্পতি। সেই দৃশ্য প্রত্যক্ষ করল দুই নাবালক। তাদের মা ঘটনাটি জানতে পারার পর বিমানসেবিকার কাছে অভিযোগ জানান। শিশু দু’টির মায়ের অভিযোগ, বিমানযাত্রী দম্পতি আসনে বসে মুখমৈথুন করতে শুরু করেন। সেই দৃশ্য প্রথমে দুই শিশু যাত্রী দেখতে পায়। পরে তাদের মা-ও সেই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে যান। তাঁর অভিযোগ, দম্পতি বাহ্যজ্ঞান হারিয়ে ফেলেছিলেন। সামনে যে দু’জন শিশু দাঁড়িয়ে রয়েছে তা দেখেও সংযত হননি তাঁরা। সহযাত্রী অভিযোগ দায়ের করার পর ওই দুই তরুণ-তরুণীকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

Advertisement

নিউ ইয়র্ক থেকে ফ্লরিডাগামী একটি বিমানে গত ১৮ জুলাই ঘটনাটি ঘটে। অভিযুক্তেরা হলেন ৪৩ বছর বয়সি ট্রিস্টা রেইলি এবং ৪২ বছর বয়সি ক্রিস্টোফার ড্রু আর্নল্ড। তাঁরা দু’জনেই কানেকটিকাটের ড্যানবারির বাসিন্দা। জেট ব্লু নামের বিমানসংস্থার বিমানে ট্রিস্টা ও আর্নল্ডকে যৌন কার্যকলাপে মেতে উঠতে দেখেন দুই সন্তানকে নিয়ে ভ্রমণরত এক তরুণী। বিষয়টি বিমানে থাকা কর্মীদের নজরে আনেন। শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ সারাসোটা-ব্র্যাডেন্টন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের কিছু ক্ষণ পরেই ট্রিস্টা এবং আর্নল্ডকে গ্রেফতার করা হয়।

তাঁদের দু’জনের বিরুদ্ধে নাবালকদের উপস্থিতিতে উচ্ছৃঙ্খল ও অশ্লীল আচরণ করার অভিযোগ আনা হয়েছে। সোমবার ব্যক্তিগত জামিনে এই দম্পতি জেল থেকে মুক্তি পেয়েছেন। ১৫ অগস্ট তাঁদের সারাসোটা কাউন্টি আদালতে শুনানির জন্য ডাকা হয়েছে।

Advertisement
আরও পড়ুন