bizarre

মানেননি নিষেধাজ্ঞা, টাকে চুল বসিয়েই বাড়ি ফিরে সঙ্গম! ঘুম থেকে উঠে আয়না দেখে আঁতকে উঠেছিলেন নেটপ্রভাবী

অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শ না মানার খেসারত দিতে হয়েছিল সমাজমাধ্যমপ্রভাবী রুবেনকে। মুখ ফুলে বিকৃত, মাথার ত্বকও শক্ত হয়ে যায় তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৬:১৮
An influencer ended up with swollen face after hair transplant

—প্রতীকী ছবি।

চুল প্রতিস্থাপনের পর সঙ্গম করে বিপদে পড়েছিলেন সমাজমাধ্যমপ্রভাবী। চিকিৎসকের পরামর্শ না মানার খেসারত দিতে হয়েছিল তাঁকে। মাথায় চুল প্রতিস্থাপনের পর বাড়ি ফিরে যৌন মিলনের পর ঘুমিয়ে পড়েছিলেন রুবেন ওয়েন নামের ২৪ বছরের তরুণ। ঘুম থেকে উঠে দেখেন তাঁর মাথা ফুলে গিয়েছে বেলুনের মতো। মুখ ফুলে বিকৃত। মাথার ত্বকও শক্ত। সম্প্রতি নিজের অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে জানিয়েছেন রুবেন। তিনি জানান, ২০২২ সালে তুরস্কে গিয়ে চুল প্রতিস্থাপন করিয়েছিলেন তিনি। তখনই চিকিৎসকেরা বেশ কয়েকটি নিয়ম মেনে চলার কথা বলেছিলেন। সেই নিয়ম লঙ্ঘন করেই বিপাকে পড়তে হয়েছিল তাঁকে। সংবাদমাধ্যমে রুবেন বলেন, ‘‘ঘুম থেকে ওঠার পর আমাকে দেখে মনে হচ্ছিল যেন ১০০ মৌমাছি কামড়ে দিয়েছে।’’

Advertisement

ইংল্যান্ডের বাসিন্দা রুবেন মাথার ফাঁকা অংশে বিনামূল্যে চুলে ভরাতে তুরস্কে উড়ে গিয়েছিলেন। চুল প্রতিস্থাপনের বিনিময়ে তাঁকে প্রতিস্থাপন ক্লিনিকের হয়ে বিজ্ঞাপনী প্রচার সারতে হয়েছিল। অস্ত্রোপচার সফল হলেও, নিষেধাজ্ঞা না মানার মারাত্মক মাসুল দিতে হয়েছিল তাঁকে। প্রতিস্থাপনের পরবর্তী দু’সপ্তাহ রোদ লাগানো, ব্যায়াম করা বা যৌনমিলনের উপর বিধিনিষেধ আরোপ করেছিলেন চিকিৎসকেরা।

অস্ত্রোপচারের এক দিনের মধ্যেই তিনি ওয়েলসে ফিরে আসেন। তার পরই চিকিৎসকের পরামর্শ না মেলে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন বলে সম্প্রতি জানান এই নেটপ্রভাবী ও বিষয়স্রষ্টা। ঘুম থেকে উঠেই মুখ ফুলে যাওয়া দেখে ভয় পেয়ে যান। তিনি ভেবেছিলেন কোনও যৌন রোগে আক্রান্ত হয়েছেন। পরে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে আশ্বস্ত হন তিনি। স্বাভাবিক অবস্থায় ফিরতে তাঁর এক সপ্তাহ সময় লেগে যায় বলে জানিয়েছেন রুবেন।

Advertisement
আরও পড়ুন