Uttar Pradesh

স্ত্রীর সঙ্গে থাকতে নারাজ, বদলি চেয়ে মোবাইল টাওয়ারে চড়লেন মত্ত যুবক! কী ঘটল তার পর?

বিএসএনএলের এক কর্মী নিজের অফিসের মোবাইল টাওয়ারে উঠে একটি নাটকীয় পরিস্থিতি তৈরি করেন। ১৫০ ফুট উচ্চতায় বসে বদলির দাবি জানাতে শুরু করেছিলেন ওই কর্মী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০১
drunken man climbed a mobile tower

ছবি: সংগৃহীত।

স্বামী-স্ত্রীর সঙ্গে নিত্য ঝামেলা। স্বামীর অভিযোগ, শ্যালককে দিয়ে মারধর করান স্ত্রী। সেই রাগে মত্ত হয়ে মোবাইল টাওয়ারে চড়ে বসলেন এক যুবক। ওই যুবক বিএসএনএলের কর্মী । নিজের অফিসের মোবাইল টাওয়ারে উঠে তিনি একটি নাটকীয় ঘটনা তৈরি করেন। ৩০০ ফুট উঁচু টাওয়ারে চড়ে উচ্চস্বরে গান গাইতে শুরু করেন, কখনও বা হাত ছেড়ে বিপজ্জনক ভঙ্গিতে ভয় দেখাতে থাকেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মদ খেয়ে জয় কুমার নামে সেই তরুণ টাওয়ারে উঠে যান। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ঝাঁসিতে। প্রায় ১৫০ ফুট উচ্চতায় বসে বদলির দাবি জানাতে শুরু করেছিলেন ওই কর্মী।

Advertisement

বিএসএনএলের আধিকারিকেরা এসে তাঁকে নামানোর চেষ্টা করতেই তিনি বাধা দিতে থাকেন। তাঁর অভিযোগ, স্ত্রীর সঙ্গে পরামর্শ করে শ্যালক তাঁকে মারধর করেন। চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং অফিসের কাছে একটি সরকারি কোয়ার্টারে পরিবারের সাথে থাকেন। অন্য দিকে, তাঁর স্ত্রী বর্ষা জানিয়েছেন তাঁর স্বামী মদ্যপানে আসক্ত ও প্রায়ই তাঁকে ও সন্তানদের মারধর করে থাকেন। মাসের বেশির ভাগ দিনই জয় কাজে যোগ দেন না। তাই পুরো বেতন পান না। স্বামীও লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে রেখেছেন, এই কারণেই পাওনাদারেরা তাঁকে বিরক্ত করেন বলে অভিযোগ স্ত্রীর। বুধবার রাতে মদ্যপান করে জয় বাড়ি এসে তাঁর সঙ্গে ঝগড়া করেন বলে স্ত্রী দাবি করেছেন। জয়ের দাবি, স্ত্রীকে তাঁর কোয়ার্টার থেকে বার করে দিতে হবে ও তাঁকে লখনউতে বদলি করতে হবে। অনেক কষ্টে তাঁকে টাওয়ার থেকে নামিয়ে আনা হয়। পুলিশ তাঁকে সাহায্যের আশ্বাস দেয় এবং কাউন্সেলিং করার পর তাকে বাড়িতে পাঠিয়ে দেয়।

Advertisement
আরও পড়ুন