viral video

পেট ফুলে ঢোল, একসঙ্গে তিনটি সাপ উগরে দিল বিশাল শঙ্খচূড়! রইল গা ঘিনঘিন করা ভিডিয়ো

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি প্রকাশ্য জায়গায় বিশাল শঙ্খচূড়টি একের পর এক সাপ উগরে চলেছে। তিনটি বেশ বড় মাপের সাপকে একে একে পেট থেকে বার করে ফেলে শঙ্খচূড়টি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৯:১৫
A king cobra

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

একটা নয়, তিন তিনটে আস্ত সাপ। নিজের প্রজাতিকেই গিলে বসেছিল শঙ্খচূড়। লোভে পড়ে তিন তিনটে সাপকে উদরস্থ করলেও হজম করতে পারেনি একটিকেও। পেট ফুলে আইঢাই। প্রাণ যায়-যায় অবস্থা। তাই তিনটি সাপকেই বাইরে উগরে দিল শঙ্খচূড়টি। সেই ঘটনারই একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি কোথায় ও কবে তোলা হয়েছে তা-ও সুস্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি প্রকাশ্য জায়গায় বিশাল শঙ্খচূড়টি একের পর এক সাপ উগরে চলেছে। তিনটি বেশ বড় মাপের সাপকে একে একে পেট থেকে বার করে ফেলে শঙ্খচূড়টি। সেই দৃশ্য দেখে ওই স্থানে প্রচুর লোক জড়ো হয়ে যায়। সকলেই কার্যত হতভম্ব হয়ে গিয়েছেন এই অদ্ভুত দৃশ্য দেখে। গা ঘিনঘন করা এই ভিডিয়োটি দেখে সমাজমাধ্যমেও প্রচুর প্রতিক্রিয়া জমা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি পোস্ট করা এই ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে। প্রায় ২৩ হাজার নেটাগরিক ভিডিয়োয় ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। মন্তব্য বিভাগে এক জন লিখেছেন ‘‘লোভ করতে গেলে এই অবস্থাই হয়।

Advertisement
আরও পড়ুন