Bizarre Accident

ফোন উদ্ধার করতে সমুদ্রে ঝাঁপ মদ্যপ তরুণের, চার ঘণ্টা সমুদ্রে ভেসেও সুস্থ ! ‘মদই বাঁচিয়েছে’, বলল নেটপাড়া

মোবাইল উদ্ধারের জন্য তরুণ ঝাঁপ দেন সমুদ্রের জলে। অতিরিক্ত মদ্যপানের ফলে হাত-পা নেড়ে সাঁতার কাটার অবস্থায় ছিলেন না তিনি। তীরের দিকে আসতে না পেরে তিনি ভাসতে ভাসতে মোহনার কাছাকাছি পৌঁছে যান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১৩:৩৬
A Man jumped into the sea to retrieve his phone

ছবি: প্রতীকী।

মাঝরাতে মদ্যপান করতে করতে সমুদ্রের ধারের একটি সেতু দিয়ে হেঁটে আসছিলেন এক তরুণ। হাতে মোবাইল। রাতের সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে গিয়ে হাত ফস্কে মোবাইলটি পড়ে যায় সমুদ্রে। মোবাইল উদ্ধারের জন্য সাতপাঁচ না ভেবেই তরুণ ঝাঁপ দেন সমুদ্রের জলে। অতিরিক্ত মদ্যপানের ফলে তরুণ হাত-পা নেড়ে সাঁতার কাটার অবস্থায় ছিলেন না। হাবুডুবু খেতে খেতে তিনি মোহনার কাছাকাছি পৌঁছে যান। চার ঘণ্টারও বেশি সময় ধরে জলে ভেসে থাকেন তরুণ। পরে উপকূলরক্ষীরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে।

Advertisement

ঘটনাটি জাপানের হোনশু দ্বীপের। ২৭ বছর বয়সি ওই যুবক ওকায়ামা প্রদেশের কুরাশিকি সমুদ্রবন্দরে একটি সেতুর কাছে হাঁটাহাঁটি করছিলেন। সেই সময় তিনি মদ্যপ ছিলেন। ফোন উদ্ধার করতে সমুদ্রে লাফ মারতেই সমুদ্রের তীব্র স্রোতে তলিয়ে যেতে থাকেন। সাঁতার কেটে তীরের দিকে ফিরে আসার চেষ্টা না করে তরুণ প্রাণ বাঁচানোর জন্য ভেসে থাকার কসরত করতে শুরু করেন। তাঁর এই লড়াই শেষ হয় ভোরবেলায়। সাড়ে চার ঘণ্টা সমুদ্রে ভেসে থাকার পর তাঁকে উদ্ধার করা হয়। মিজুশিমা বন্দরের কর্মীদের কানে তরুণের আর্তচিৎকার ভেসে আসে। তাঁরাই পুলিশকে ফোন করেন। উদ্ধারে সহায়তা করার জন্য একটি লাইফবোট ছুড়ে দেওয়া হয়।

ভোরে তাঁকে উদ্ধার করার পর অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চার ঘণ্টারও বেশি সময় ধরে সমুদ্রের জলে ভেসে থাকার পরও তরুণ জ্ঞান হারাননি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। এক জন উদ্ধারকারী বলেন ‘‘মদ্যপ অবস্থায় সমুদ্রে পড়ে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে নদীর মোহনায় প্রচণ্ড স্রোত ছিল।’’

Advertisement
আরও পড়ুন