Lottery News

লটারিতে কোটি কোটি টাকা জিতে জুয়া আর নারীসঙ্গে ফতুর হলেন তরুণ! জানতে পেরে টাকার ভাগ চেয়ে আদালতে গেলেন স্ত্রী

চিনের শানডং প্রদেশের ডেঝোর বাসিন্দা ঝাও ২০২৪ সালের ডিসেম্বর একটি লটারির টিকিট কাটেন। তাতে ১১ কোটি টাকা জেতেন তিনি। কর পরিশোধের পর তিনি প্রায় ৯ কোটি ৪০ লক্ষ টাকা পেয়েছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৫:৪৫
A man spends crores in gambling and live streaming after winning lottery

—প্রতীকী ছবি।

লটারি কেটে কয়েক কোটি টাকা জিতেছিলেন। জুয়া আর প্রাপ্তবয়স্কদের জন্য লাইভ স্ট্রিমিংয়ে জলের মতো সেই টাকা খরচও করে ফেলেছিলেন। এই ভাবে টাকা খরচ করার কথা ঘুণাক্ষরেও টের পাননি তরুণের স্ত্রী। সম্প্রতি লাইভ স্ট্রিমার এক তরুণীর সঙ্গে স্বামীর পরকীয়ার কথা জানতে পারেন তিনি। একই সঙ্গে ফাঁস হয় তরুণের লটারির সমস্ত টাকা উড়িয়ে দেওয়ার ঘটনাও।

Advertisement

চিনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে চিনের বাসিন্দা ঝাও নামের ওই তরুণের সঙ্গে ২০১৬ সালে ইউয়ান নামে তরুণীর বিয়ে হয়। চিনের শানডং প্রদেশের ডেঝোর বাসিন্দা ঝাও ২০২৪ সালের ডিসেম্বর একটি লটারির টিকিট কাটেন। তাতে ১১ কোটি টাকা জেতেন তিনি। কর পরিশোধের পর তিনি প্রায় ৯ কোটি ৪০ লক্ষ টাকা পেয়েছিলেন। স্ত্রী ইউয়ানকে ঝাও একটি কার্ড দিয়ে জানিয়েছিলেন তাতে ৩ কোটি ৪০ লক্ষ টাকা রয়েছে। খুশি মনে ইউয়ান স্বামীকে বিশ্বাস করেছিলেন। কখনও কার্ডটির ব্যালেন্স জানার চেষ্টা করেননি। তিনি কার্ডটি একটি ড্রয়ারে ফেলে রেখে দিয়েছিলেন।

লটারি জেতার কয়েক দিনের মধ্যেই ইউয়ান লক্ষ করলেন তাঁর স্বামীর আচরণ বদলে গিয়েছে। দিনরাত জুয়া খেলতে শুরু করেন ঝাও। রাতে অনলাইনে মহিলা লাইভ স্ট্রিমারদের দেখতেন এবং তাঁদের মোটা অঙ্কের টাকা দিতেন। প্রতিবেদনে বলা হয়েছে শুধুমাত্র এক জন লাইভ স্ট্রিমারকে কোটি টাকার উপরে বকশিশ দিয়েছিলেন ঝাও। গত জুলাই মাসে ইউয়ান আবিষ্কার করেন যে তাঁর স্বামী ওই তরুণী মহিলা স্ট্রিমারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। স্বামীর ফোনে তাঁদের চ্যাট রেকর্ড খুঁজে পান। সন্দেহ হতে ড্রয়ারে রাখা ব্যাঙ্কের কার্ডটি পরীক্ষা করে মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর। সেই কার্ডটিতে আর কোনও টাকাই ছিল না। স্ত্রীর ভাগের টাকাও খরচ করে ফেলেছেন ঝাও।

স্বামীর বিশ্বাসঘাতকতার শাস্তি হিসাবে আইনি পদক্ষেপ করেছেন ইউয়ান। বিবাহবিচ্ছেদ এবং লটারির টাকার ভাগ বুঝে নেওয়ার জন্য আদালতের শরণাপন্ন হয়েছেন তরুণী। ঝাও তাঁর কীর্তির কথা স্বীকার করে নিয়েছেন। সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘আমি সমস্ত টাকা খরচ করেছি। এখন স্ত্রী আমার বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছে। আদালত যা সিদ্ধান্ত নেবে, আমি তা মাথা পেতে নেব।’’

Advertisement
আরও পড়ুন