bizarre

দাদার সঙ্গে মারপিট ও ঝগড়া খুদের, শাস্তি দিতে গাড়ি থেকে নামিয়ে রাস্তায় ফেলে গেলেন বাবা! কী ঘটল তার পর?

শিশুটি জানিয়েছে, তার বাবা তাকে রাস্তায় একা ফেলে রেখে গাড়ি নিয়ে চলে গিয়েছেন। শিশুটির অভিযোগ, তারা যখন সপরিবারে গাড়ি নিয়ে যাচ্ছিল তখন তার দাদার সঙ্গে ঝগড়া বেধে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১৮:১১
A man was abandoning his young son

ছবি: সংগৃহীত।

জাতীয় সড়ক দিয়ে হু হু করে চলে যাচ্ছে একের পর গাড়ি। সড়কের এক ধারে বসে একা একা হাপুস নয়নে কেঁদে যাচ্ছিল এক শিশু। সেই সময় বাইক নিয়ে যাচ্ছিলেন সমাজমাধ্যম প্রভাবী এক তরুণ। শিশুটিকে কাঁদতে দেখে তিনি এগিয়ে এসে কারণ জানার চেষ্টা করেন। সাত-আট বছরের শিশুটি জানায় তাকে রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে গিয়েছেন বাবা। সমাজমাধ্যম প্রভাবী সেই তরুণ শিশুটির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করে দেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় সমাজমাধ্যমে।

Advertisement

ঘটনাটি ঘটেছে চিনের জিনজিয়াং এলাকায়। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দাদার সঙ্গে ঝগড়া ও মারধর করার শাস্তি হিসাবে ছোট ছেলেটিকে গাড়ি থেকে নামিয়ে দেন বাবা। কোনও কথাই কানে তোলেননি তিনি। নেটপ্রভাবী তরুণের প্রশ্নের উত্তরে শিশুটি জানায় তার বাবা তাকে একা রেখেই গাড়ি নিয়ে চলে গিয়েছেন। শিশুটির অভিযোগ, তারা যখন সপরিবারে গাড়ি নিয়ে যাচ্ছিল তখন তার দাদার সঙ্গে ঝগড়া বেধে যায়। রেগে গিয়ে দাদাকে মারধর করতেই বাবা রেগে গিয়ে তাকে এই ভাবে মাঝপথে ফেলে রেখে গাড়ি নিয়ে চলে যান। ছেলেটি এবং তার পরিবার পূর্ব চিনের ঝেজিয়াং প্রদেশের বাসিন্দা।

নেটপ্রভাবী তরুণ শিশুর বাবার নম্বর নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। এর উত্তরে শিশুটির বাবা বলেন তিনি বিষয়টি ভাল ভাবেই জানেন। তাঁর স্ত্রী ছেলেকে ফেরত নিতে হাঁটা পথে সেখানে পৌঁছোচ্ছেন। প্রায় দেড় কিলোমিটার এগিয়ে গিয়েছিলেন তাঁরা। গাড়ি নিয়ে ফেরত আসেননি শিশুর বাবা। জিনজিয়াংয়ের তুর্পান কোর্ট থেকে একটি গাড়ি হাইওয়েতে টহল দিচ্ছিল এবং ছেলেটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে সমাজমাধ্যমে শিশুর বাবা ওয়াং ক্ষমা চেয়ে নিয়েছিলেন বলে জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন