golgappa offer

৯৯ হাজারে আজীবন অফুরন্ত ফুচকা! বিক্রেতার আজব প্রস্তাবে হইচই, সত্যতা নিয়েও উঠল প্রশ্ন

বিজয় মেওয়ালাল গুপ্ত নামের ফুচকা বিক্রেতা ঘোষণা করেছেন, এককালীন ৯৯ হাজার টাকা দিলেই মিলবে সারা জীবন অফুরন্ত ফুচকা খাওয়ার সুযোগ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৭
A Nagpur golgappa vendor\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s lifetime offer of unlimited golgappas for Rs 99,000 went viral

ছবি: সংগৃহীত।

ফুচকার নাম শুনলে জিভে জল আসে না এমন মানুষ খুব কমই আছেন। পানিপুরী, গোলগাপ্পা, ফুচকা, নাম অনেক হলেও স্বাদে গন্ধে অদ্বিতীয় এই খাদ্য। মশলা গুঁড়ো, পুদিনা পাতা, নুন, লঙ্কা দিয়ে মাখা আলুর পুরের দোসর কুড়মুড়ে ফুচকা। জিভে জল আনা সেই ফুচকা যদি ‘আনলিমিটেড’ হয়! ক্রেতাদের আকর্ষণ করতে অনেক সময়ই নানা রকম ছাড়ের ঘোষণা করেন বিক্রেতারা। এ বার ফুচকার ক্ষেত্রেও তা-ই হয়। ৯৯ টাকায় অফুরন্ত ফুচকা বা ১৯৯ টাকায় নানা স্বাদের ফুচকার অফার সম্পর্কে আমরা অনেকেই জানি। নাগপুরের এক ফুচকা ব্যবসায়ী অবশ্য সাধারণ ব্যবসায়ীদের থেকে আরও এক ধাপ এগিয়ে এমন একটি অফার ঘোষণা করেছেন, যা দেখে তাজ্জব নেটমাধ্যম ব্যবহারকারীরা।

Advertisement

বিজয় মেওয়ালাল গুপ্ত নামের ফুচকা বিক্রেতা ঘোষণা করেছেন, এককালীন ৯৯ হাজার টাকা দিলেই মিলবে সারা জীবন অফুরন্ত বা আনলিমিটেড ফুচকা খাওয়ার সুযোগ। এই ঘোষণার পরই সমাজমাধ্যমে প্রতিক্রয়ার ঝড় বয়ে গিয়েছে। ওই ফুচকা বিক্রেতার দাবি, তাঁকে এক বার কেউ যদি ৯৯ হাজার টাকা দেন, তা হলে তাঁকে সারা জীবনে আর কখনও ফুচকা খাওয়ার জন্য টাকা দিতে হবে না। শুধু তাই নয়, তাঁরা যে কোনও সময় আসতে পারেন এবং যত খুশি গোলগাপ্পা বা ফুচকা খেতে পারেন। এই পোস্টটি ‘মার্কেটিংডটগ্রোম্যাটিক্স’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। পোস্টটি ১৬ হাজারের বেশি মানুষ লাইক করেছেন। প্রচুর মন্তব্য জমা পড়েছে পোস্টে। এক জন ব্যবহারকারী জিজ্ঞাসা করেছেন, ‘‘এই অফারটি কি আমার জীবনের জন্য, নাকি দোকানদারের জীবনের জন্য?’’ অনেকেই চুক্তির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কারণ তাঁদের আশঙ্কা, ফুচকা বিক্রেতা টাকা নিয়ে পালিয়ে যেতে পারেন।

Advertisement
আরও পড়ুন