Bizarre

রাতের শিফটে প্রেমিককে নিয়ে হাজির হতেন নার্স, দু’জনের বিভিন্ন মুহূর্তের ছবি ভাইরাল হতে চাকরি খোয়ালেন তরুণী

প্রেমিক কতটা সহৃদয় এবং বিবেচক তা তুলে ধরার জন্য হাসপাতালে এনে নানা ধরনের ছবি ও ভিডিয়ো তুলেছিলেন হাসপাতালের নার্স। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমালোচনা ঝড় ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষ পদক্ষেপ করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৬:১১
A nurse in China suspended after she allowed her boyfriend to accompany

—প্রতীকী ছবি।

প্রেমিক কতটা খেয়াল রাখেন তা সমাজমাধ্যমে জাহির করতে গিয়ে চাকরি খোয়ালেন এক সেবিকা। প্রেমিককে বগলদাবা করে রাতের শিফটে হাসপাতালে কাজ করতে গিয়েছিলেন তরুণী। চিনের একটি হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত কাজে প্রেমিকের সাহায্য নিয়েছিলেন ওই নার্স। সেই ঘটনাগুলি ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দিতে বিপাকে পড়লেন তরুণী নিজেই। পোস্ট দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তরুণীকে বরখাস্ত করেছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

Advertisement

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, শানডং প্রদেশের কিংডাওতে একটি বেসরকারি হাসপাতালের ঘটনা। এক জন নার্স জনসমক্ষে এমন ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে তাঁর প্রেমিককে হাসপাতালের কাজে সাহায্য করার দৃশ্য দেখানো হয়েছিল। প্রেমিক কতটা সহৃদয় এবং বিবেচক তা তুলে ধরার চেষ্টা করেছিলেন নার্স। তরুণী ভিডিয়োয় জানিয়েছিলেন তাঁর প্রেমিক প্রায়শই রাতে তাঁকে সঙ্গ দেওয়ার জন্য হাসপাতালে আসেন। ভিডিয়োয় তরুণকে একাধিক বার বিভিন্ন পোশাক পরে হাসপাতালে উপস্থিত হতে দেখা গিয়েছে। তাঁকে নার্সদের জন্য নির্দিষ্ট এলাকায় বসে কম্পিউটার পরিচালনা করতে, রোগীর রিপোর্ট লিখতে, রোগীদের জন্য ওষুধ প্রস্তুত করতে এবং বোতলে লেবেল দিতে দেখা গিয়েছে। যে কাজগুলি সাধারণত প্রশিক্ষিত চিকিৎসাকর্মীরাই করে থাকেন।

সেই ভিডিয়ো ছড়াতেই রোগীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভিডিয়োটি অনলাইনে ব্যাপক ভাবে প্রচারিত হওয়ার পর, জনসাধারণ প্রশ্ন তুলতে শুরু করেছেন। কী ভাবে এক জন অননুমোদিত ব্যক্তি সংবেদনশীল রোগীর তথ্যের নাগাল পেতে পারেন? চিকিৎসার কাজে অংশগ্রহণ করতেই বা পারেন কোন এক্তিয়ারে, প্রশ্ন নেটাগরিকদের। অনেক নেটমাধ্যম ব্যবহারকারীই হাসপাতালের রোগীর নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকি এবং নিয়ম লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হাসপাতালের এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে ভিডিয়োটি সম্পর্কে অভিযোগ জমা পড়েছে। তদন্ত শুরু হয়েছে। দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন