bizarre

গর্ভপাত ঘটানোর জন্য প্রেমিকার যৌনাঙ্গে মাদক পুরে দেন তরুণ! বিবাহিত ‘প্রেমিক’কে সাজা আদালতের

তরুণীর অভিযোগ, ২০২৩ সালের ১৭ মার্চ দু’জনের সম্মতিতে অন্তরঙ্গ সময় কাটানোর সময় সম্মতি ছাড়াই তাঁর যৌনাঙ্গে গর্ভপাতের ওষুধ প্রবেশ করান প্রেমিক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ০৮:০৫
A paramedic was sentenced to 10 years in prison for tricking a woman

—প্রতীকী ছবি।

প্রেমিকা অন্তঃসত্ত্বা, এই খবর জানার পর প্রেমিকার অজান্তেই গর্ভপাত ঘটানোর চেষ্টা করলেন তরুণ। সঙ্গমের সময় প্রেমিকার গোপন অঙ্গে ওষুধ পুরে গর্ভের সন্তান নষ্ট করার চেষ্টা করেন পেশায় প্যারামেডিক ওই তরুণ। বিষয়টি প্রেমিকার গোচরে আসার পর তিনি তরুণের বিরুদ্ধে অভিযোগ করেন। তরুণীর অভিযোগ, ২০২৩ সালের ১৭ মার্চ দু’জনের সম্মতিতে অন্তরঙ্গ সময় কাটানোর সময় সম্মতি ছাড়াই তাঁর যৌনাঙ্গে গর্ভপাতের ওষুধ প্রবেশ করান প্রেমিক। মে মাসে তরুণী হাসপাতালে গিয়ে জানতে পারেন তাঁর গর্ভপাত ঘটেছে। এর পরই তরুণী তাঁর প্রেমিকের বিরুদ্ধে মামলা করেন। গত ৭ জুন আদালত তরুণকে সাড়ে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।

Advertisement

২০২১ সালে স্পেনে ছুটি কাটাতে গিয়ে স্টিফেন ডুহান নামের ৩৩ বছর বয়সি ওই তরুণের সঙ্গে আলাপ হয় তরুণীর। তরুণ সে সময় বিবাহিত ছিলেন ও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কের সূত্রপাত হয়। পরে তাঁরা নিয়মিত দেখাসাক্ষাৎ করতেন ও একাধিক বার শারীরিক সম্পর্ক হয়। ২০২৩ সালে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ও সেই খবর জানাতে স্কটল্যান্ডের এডিনবরাতে ডুহানের সঙ্গে দেখা করেন।

প্রেমিকার গর্ভে তাঁর সন্তান আসছে জেনে গর্ভপাত ঘটানোর জন্য ফন্দি আঁটেন স্টিফেন। সে কারণে প্রেমিকার শরীরে মাদক দ্রব্য ঢুকিয়ে দেন তিনি। তার ফলেই গর্ভের সন্তানের মৃত্যু হয় বলে অভিযোগ করেন তরুণী। আদালত জানিয়েছে, ডুহান তাঁর প্রেমিকাকে এডিনবার্গ রয়্যাল ইনফার্মারির চিকিৎসকদের কাছে মিথ্যা বলতে রাজি করিয়েছিলেন। আদালতে প্রমাণিত হয়েছে তরুণী যে দিন জানিয়েছিলেন যে তিনি গর্ভবতী, সে দিন ডুহান গর্ভপাতের ওষুধ অনুসন্ধানের জন্য কর্মক্ষেত্রে ইন্ট্রানেট ব্যবহার করেছিলেন।

Advertisement
আরও পড়ুন