Pakistan

‘লাহোর দখল করলে আধ ঘণ্টার মধ্যে ফিরিয়ে দিতে বাধ্য হবে ভারত!’ পাক নাগরিকের পোস্ট ঘিরে হইচই

পহেলগাঁওয়ে জঙ্গি হানার হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই এক পাকিস্তানি নাগরিকের একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেই পোস্টে নিজের দেশের সরকারকেই তুলোধনা করেছেন ওই পাক নাগরিক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৪:৪০
post by a Pakistani citizen has gone viral

—প্রতীকী ছবি।

পহেলগাঁও কাণ্ডের পরেই ভারত ঘোষণা করেছিল পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্তের কথা। সিন্ধু চুক্তি বাতিল করে দেওয়ার পর ক়়ড়া প্রতিক্রিয়া জানিয়েছিল পাকিস্তান। সিন্ধু ও তার শাখানদীগুলির জল ভারত বন্ধ করলে পাক পঞ্জাব প্রদেশকে তার ভাল রকম মাসুল দিতে হবে। ইসলামাবাদ তেড়েফুঁড়ে উঠে জানিয়ে দেয় এমন সিদ্ধান্ত নিলে তা ‘যুদ্ধ’ হিসাবে বিবেচনা করবে তারা। পহেলগাঁওয়ে জঙ্গি হানার হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই এক পাকিস্তানি নাগরিকের একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেই পোস্টে নিজের দেশের সরকারকেই তুলোধনা করেছেন ওই পাক নাগরিক। সিন্ধু জল চুক্তি স্থগিতের প্রতিক্রিয়ায় এক্সে পোস্ট করে তিনি লেখেন, চাইলে লাহোর নিয়ে যান, আধ ঘণ্টার মধ্যেই ফিরিয়ে দিতে বাধ্য হবেন। যদিও সেই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই পোস্টে আরও বলা হয়েছে, ‘‘ভারতের হুমকি কিছুই না। কারণ ইতিমধ্যেই আমাদের সরকারের হাতে এমন ভুগছি যাতে বাকি কোনও হুমকিতেই আমরা আর ভয় পাই না।” তিনি লেখেন, ‘‘ভারত সিন্ধুর জল বন্ধ করে দেবে? এমনিই আমরা জল পাই না। নাগরিকদের মারবে ভারত, পাক সরকার আমাদের প্রতি দিন মারছে।’’ এমনকি লাহোরকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রস্তাব করেছেন ওই পোস্টদাতা। তাঁর দাবি, লাহোর অধিগ্রহণ করার আধ ঘণ্টা পর ভারত নিজেই ফেরত দিয়ে যাবে লাহোরকে।

পোস্টটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ‘এনএমএ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে ভিডিয়োটি। পোস্ট দেখে প্রচুর প্রতিক্রিয়া দিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। এক জন লিখেছেন ‘‘হা হা, আজ আমি সবচেয়ে মজার টুইটটি পড়ছি।” অন্য এক জন নেট মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘এই মুহূর্তে, পাকিস্তানি জনগণের উচিত তাঁদের দুর্নীতিবাজ শাসকদের ভারতের হাতে তুলে দেওয়া এবং নিজেদের দেশ নিজেরাই পরিচালনা করা।’’

Advertisement
আরও পড়ুন