School for Lifelong Learning

‘স্কুল ফর লাইফলং লার্নিং’, তথাকথিত শিক্ষাব্যবস্থার গন্ডি ছাড়িয়ে নতুন দিশা দেখাচ্ছে এই বিশ্ববিদ্যালয়

শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের জন্যই নয়, বরং তা সারা জীবন ধরে এক শেখার প্রক্রিয়া। ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’-র ‘স্কুল ফর লাইফলং লার্নিং’, স্বামী বিবেকানন্দ এবং ভগিনী নিবেদিতার সেই ভাবনাকেই অনুসরণ করে।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৪
‘স্কুল ফর লাইফলং লার্নিং’

‘স্কুল ফর লাইফলং লার্নিং’

শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের জন্যই নয়, বরং তা সারা জীবন ধরে এক শেখার প্রক্রিয়া। ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’-র ‘স্কুল ফর লাইফলং লার্নিং’, স্বামী বিবেকানন্দ এবং ভগিনী নিবেদিতার সেই ভাবনাকেই অনুসরণ করে। জীবন গড়া এবং মানুষ গড়ার আদর্শকে সামনে রেখে এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের শুধু তথ্যভিত্তিক পাঠই শেখায় না, বরং ভাল মানুষ হয়ে ওঠা, মানসিকভাবে দৃঢ় থাকা এবং জীবনের লক্ষ্য খুঁজে পাওয়ার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এই ভাবনাই সিস্টার নিবেদিতার সেই বিশ্বাসকে তুলে ধরে, যেখানে শিক্ষা সব বয়সের মানুষ, পেশা এবং সমাজের জন্য একটি যৌথ দায়িত্বের প্রতিরূপই প্রতিফলিত হয়।

বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:

এর মূল ভাবনায় রয়েছে এমন একটি আধুনিক শিক্ষাব্যবস্থা, যা প্রচলিত পাঠ্যক্রমের মধ্যে শিক্ষাজীবনকে আটকে রাখে না। মাইক্রো-ক্রেডেনশিয়াল, মডিউলার কোর্স এবং নিয়মিত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন সুযোগের মাধ্যমে এটি স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, কর্মরত মানুষ, গৃহিণী এবং প্রবীণ নাগরিকদের সারা জীবন ধরে শিক্ষা গ্রহণের সুযোগ দেয়, যেখানে জীবনের প্রতিটি পর্যায়েই নতুন করে শুরু করার সুযোগ থাকে।

এই বিদ্যালয়ে শিক্ষা জগৎ, সমাজ এবং শিল্পক্ষেত্রের মানুষ একসঙ্গে কাজ করে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার পরিবেশ গড়ে তোলেন। বিভিন্ন কেন্দ্র যারা গুরুত্ব দেয় মানুষের ভাল থাকা, তাদের আবেগ, বুদ্ধিমত্তা, জাপানি সংস্কৃতি, আন্তর্বিষয়ক গবেষণা, শিল্পোদ্যোগ, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত শিক্ষা, নারী উন্নয়নসহ বিভিন্ন বিষয়, বিদ্যালয়টি এই কেন্দ্রগুলির মাধ্যমে একটি যৌথ শিক্ষার মঞ্চ তৈরি করে।

‘স্কুল ফর লাইফলং লার্নিং’, ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’-কে এমন একটি জাতীয় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষা, ডিগ্রি অর্জনের সীমা ছাড়িয়ে জীবনের প্রতিটি পর্যায়ে পৌঁছে যেতে পারে। ‘এনইপি’-র বহুবিষয়ক দৃষ্টিভঙ্গি মেনে শিল্প ও আন্তর্জাতিক অংশীদারিত্বকে শক্তিশালী করে, এই উদ্যোগ আজীবন শিক্ষাকে শুধু জীবিকার জন্য প্রয়োজনীয় কৌশল নয়, বরং একটি সামাজিক মূল্যবোধ এবং দৈনন্দিন জীবনের অংশ হিসেবে পরিণত করতে চায়।

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’র সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আরও পড়ুন