viral video

মদের নেশায় প্রেমিকের সঙ্গে হাতাহাতি, রাস্তায় গড়াগড়ি খেলেন তরুণী! যুগলকে সামালাতে হিমশিম পুলিশ, প্রকাশ্যে ভিডিয়ো

মদ্যপ অবস্থায় টলতে টলতে হোঁচট খেয়ে পড়ে যান সাদা রঙের পোশাক পরা তরুণী। এই ঘটনার জেরে হৃষীকেশের তপোবন এলাকায় প্রবল হইহট্টগোল শুরু হয়ে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৩:১১
a group of men and women are seen creating a brawl on the road

ছবি: সংগৃহীত।

নেশাগ্রস্ত অবস্থায় প্রেমিকের সঙ্গে ঝগড়া, হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তরুণী। রাস্তায় মাঝেই শুয়ে পড়ে চিৎকার করে পুরুষবন্ধুর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। সামাল দিতে হাজির হয় পুলিশও। ঘটনাটি উত্তরাখণ্ডের হৃষীকেশের। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

৪২ সেকেন্ডের সেই ভিডিয়োয় ধরা পড়েছে একদল তরুণ-তরুণীর ‘নৈশ অভিযানের’ চিত্র। তরুণী মদ্যপ অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন। তাঁর সামনে প্রেমিক দাঁড়িয়ে। ঝগড়া করতে করতে তরুণী তাঁর পায়ে পড়ে যান। তাঁকে টেনে তুলে ধরার চেষ্টা করেন তরুণী বন্ধুবান্ধব। মদ্যপ অবস্থায় টলতে টলতে হোঁচট খেয়ে পড়ে যান সাদা রঙের খাটো পোশাক পরা তরুণী। এই ঘটনার জেরে হৃষীকেশের তপোবন এলাকায় প্রবল হইহট্টগোল শুরু হয়ে যায়। ভিডিয়োয় দেখা গিয়েছে এক পুরুষবন্ধু তাঁকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য হাত ধরে রেখেছেন।

পরিস্থিতি শেষ পর্যন্ত এমন পর্যায়ে পৌঁছে যায় যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। মদ্যপ তরুণ-তরুণীদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। ঘটনাটি হৃষীকেশের হলেও এটি কবে ঘটেছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। বেশ কয়েক জন প্রত্যক্ষদর্শীকে ঘটনাটির ভিডিয়ো রেকর্ড করতে দেখা যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

এক্স হ্যান্ডলে ‘আস্কভূপী’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, “সম্পূর্ণ মাতাল অবস্থায় একদল তরুণ-তরুণী একে অপরের সঙ্গে তীব্র ঝগড়ায় লিপ্ত হয়েছেন। নেশা করার ক্ষেত্রে কেউ কারও থেকে কম যাননি।’’ ভিডিয়োটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটাগরিকেরা প্রচুর প্রতিক্রিয়া দিয়েছেন। এক জন নেটাগরিকের মন্তব্য, ‘‘এই ধরনের লোকেরা হৃষীকেশের পরিবেশ নষ্ট করে দিচ্ছে।’’

Advertisement
আরও পড়ুন