viral video

মেট্রোয় আইফোন চুরি! চোর সন্দেহে তরুণকে পাকড়াও করে উত্তম-মধ্যম দিলেন যাত্রীরা, ভিডিয়ো প্রকাশ্যে

মেট্রোয় ঘটল চুরির ঘটনা। দামি আইফোন চুরির অভিযোগ উঠল এক তরুণের বিরুদ্ধে। চুরি ধরা পড়তেই মেট্রোর যাত্রীদের হাতে জুটল গণধোলাই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১২:০৬
passengers and a young man over iPhone stealing

ছবি: সংগৃহীত।

মেট্রোর কামরা হোক বা মেট্রো স্টেশন, প্রায় প্রতি দিনই কোনও না কোনও ঘটনার সাক্ষী থাকেন যাত্রীরা। সিট দখলের লড়াই, হাতাহাতি, যুগলের অন্তরঙ্গতা কিংবা ভাইরাল হওয়ার জন্য ভিডিয়ো বা রিল তৈরি। বি‌ভিন্ন শহরের মেট্রোর কামরা বা স্টেশন যেন ঘটনার আকর। এ বার দিল্লি মেট্রোয় ঘটল চুরির ঘটনা। দামি আইফোন চুরির অভিযোগ উঠল এক তরুণের বিরুদ্ধে। চুরি ধরা পড়তেই মেট্রোর যাত্রীদের হাতে জুটল গণধোলাই। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাদা জামা ও জিন্‌স পরা এক তরুণের উপর চড়াও হয়েছেন মেট্রোর যাত্রীরা। প্রচণ্ড চিৎকার চেঁচামেচি চলছে কামরা জুড়ে। অভিযুক্ত যুবককে চুলের মুঠি ধরে টেনে চড়-থাপ্পড় মারছেন যাত্রীরা। কলার ধরে তাঁকে কামরার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঠেলে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়। মারের হাত থেকে বাঁচতে কামরার এক কোণে দাঁড়িয়ে বার বার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতে থাকেন তরুণ। তাতে অবশ্য কর্ণপাত করেননি যাত্রীরা। তাঁকে লক্ষ্য করে কিল-চড়-ঘুষি পড়তে থাকে একের পর এক। এক যাত্রীকে বলতে শোনা যায়, ‘‘মারো আরও মারো।’’ ভিডিয়োটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছিল সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। ভিডিয়োটি ২৮ এপ্রিল প্রকাশিত হওয়ার পর তা ৬৩ হাজার বার দেখা হয়েছে।

Advertisement
আরও পড়ুন