viral video

মোদীর কনভয়ের মহড়ায় ঢুকতেই কিশোরের চুল টেনে, চড় পুলিশের! ভিডিয়ো ভাইরাল হতেই ব্যবস্থা

ভুল করে ১৭ বছরের কিশোর সাইকেল নিয়ে ঢুকে পড়ে নিরাপত্তা বলয় ভেদ করে। দায়িত্ব থাকা এক পুলিশ আধিকারিক তাকে থামিয়ে মারধর করতে শুরু করে বলে অভিযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১৭:৫৩
a brawl between police and a teenager boy

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর যাত্রাপথের নিরাপত্তা নিশ্চিত করার মহড়া চলছিল গুজরাটের রতনচকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় সেই পথ দিয়ে যাওয়ার কথা ছিল বৃহস্পতিবার। তার আগে রাস্তা ফাঁকা করে সুরক্ষা আঁটোসাটো করার বন্দোবস্ত করছিল স্থানীয় পুলিশ। ভুল করে ১৭ বছরের কিশোর সাইকেল নিয়ে ঢুকে পড়ে নিরাপত্তা বলয় ভেদ করে। দায়িত্ব থাকা এক পুলিশ আধিকারিক তাকে থামিয়ে মারধর করতে শুরু করে বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে প়়ড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি সমাজমাধ্যমে নজর কাড়তেই ভাইরাল হয়েছে সেটি। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

রতন চকে ঘটে যাওয়া সেই ভিডিয়ো দেখে পুলিশের এ-হেন আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ভিডিয়োয় দেখা গিয়েছে, মহড়া চলার সময় ছেলেটিকে তার সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির কনভয় অতিক্রম করতে দেখা গিয়েছে। পুলিশের রোষে পড়ে সে। বি গাডভি নামের এক সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ তিনি ওই কিশোরের চুল টেনে বেশ কয়েক বার থাপ্পড় মারেন। পুলিশের এমন আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন নেটাগরিকরা। নাবালকের এক আত্মীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁরা ভেবেছিলেন তাঁদের ছেলে সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছে। অনেক রাত হয়ে যাওয়ার পর সে ফিরে আসে। বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করে দেয়। কারণ জানতে চাওয়া হলে সে জানায় পুলিশ তাকে মারধর করেছে। কিন্তু কেন তা জানে না। সে আরও বলেছে যে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল।

‘আদি চহ্বান১’ নামের এক্স হ্যান্ড থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়ো ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ কর্তারা বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। গাডভির আচরণ অনুপযুক্ত ছিল এবং এর জন্য তাঁরা দুঃখিত বসে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। অভিযুক্ত সাব ইনস্পেক্টরকে বদলি করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন