viral video

ঠাকুর দেখার ভিড়ে প্রেমিকার সঙ্গে স্বামীকে দেখলেন তরুণী, মাঝরাস্তায় শুরু দম্পতির ‘ডব্লিউডব্লিউই’! ভিডিয়ো প্রকাশ্যে

ভিডিয়োয় ধরা পড়েছে, রাস্তার এক পাশে দাঁড়িয়ে প্রবল তর্কাতর্কি চলছে দুই তরুণী ও এক তরুণের। সাদা রঙের সালোয়ার-কামিজ পরা তরুণী হঠাৎ করেই চড় মেরে বসেন তরুণের পাশে দাঁড়ানো প্রেমিকাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১১:৩৮
married man was confronted in public by his wife

ছবি: সংগৃহীত।

দুর্গাপুজোয় বান্ধবীকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তরুণ। ঘুণাক্ষরেও টের পাননি স্ত্রীর হাতে ধরা পড়ে যাবেন। ব্যস্ত রাস্তায় পুজোর ভি়ড়ের মধ্যেই দম্পতির মধ্যে চলল খণ্ডযুদ্ধ। হাতাহাতি চলল স্বামী-স্ত্রীর মধ্যে। মণ্ডপে যাওয়া থামিয়ে রাস্তায় দাঁড়িয়ে দেখল পথচলতি জনতা। সেই ঘটনারই একটি ভিডিয়ো ধরা পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভিডিয়োয় ধরা পড়েছে, রাস্তার এক পাশে দাঁড়িয়ে প্রবল তর্কাতর্কি চলছে দুই তরুণী ও এক তরুণের। সাদা রঙের সালোয়ার-কামিজ পরা তরুণী হঠাৎ করেই চড় মেরে বসেন তরুণের পাশে দাঁড়ানো প্রেমিকাকে। তার পরই ওই তরুণীকে ধাক্কা মেরে সরিয়ে নিয়ে যান তরুণ। দু’জনের মধ্যে চলতে থাকে মারপিট। পরকীয়ার কথা জানতে পেরে রাগে জ্ঞান হারিয়ে ফেলেন যুবকের স্ত্রী। চিৎকার করে স্বামীকে ঠেলে দিয়ে মুহুর্মুহু চড়, ঘুষি মারতে থাকেন। তরুণও মারের হাত থেকে বাঁচতে সমানতালে লড়াই চালিয়ে যান। স্বামীর বিশ্বাসঘাতকতা নিয়ে অভিযোগও জানান তরুণী। দম্পতির ‘মল্লযুদ্ধ’ দেখে থমকে দাঁড়িয়ে পড়েন প্রচুর জনতা। কেউ কেউ দৃশ্য ক্যামেরাবন্দি করতে শুরু করেন।

দম্পতির লড়াই এমন পর্যায়ে পৌঁছে যায় যে শেষমেশ এক পুলিশকর্মীকে হস্তক্ষেপ করতে হয়। যদিও ২ মিনিট ধরে চলা নাটকীয় দৃশ্যটি কোথায় কবে ক্যামেরাবন্দি করা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। এক্সে ‘ঘর কা কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়ো দেখে প্রচুর মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। হাজার হাজার মানুষ ভিডিয়োটি দেখেছেন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এ বার তো থামো ভাই। ব্যক্তিগত ঝামেলা রাস্তাতে টেনে আনার কী দরকার!’’ আর এক জন লিখেছেন, ‘‘টিভিতে দেখা ডব্লিউডব্লিউই শো চোখের সামনে দেখলাম।’’

Advertisement
আরও পড়ুন