Bengaluru

ঠাকুর দেখতে বেরিয়ে স্কুটারের তেল শেষ, যানজটে ফেঁসে অ্যাপবাইকের শরণাপন্ন, চালকের আচরণে হতবাক তরুণ!

বাইকের তেল জোগাড় করার জন্য অ্যাপ বাইক ভাড়া করেন সোহম। বাইকচালককে পরিস্থিতি ব্যাখ্যা করেন। সোহমের প্রাথমিক পরিকল্পনা ছিল কাছের পেট্রল পাম্পে গিয়ে তেল নিয়ে আসার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১৬:০৮
A man ran out of fuel finds help from app bike rider

—প্রতীকী ছবি।

দুর্গাপুজোয় স্কুটার নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তরুণ। মাঝপথে যানজটে আটকে পড়ার পর বাইকের তেল গেল ফুরিয়ে। স্কুটার ঠেলে পেট্রল পাম্পে নিয়ে যাওয়াও সম্ভব ছিল না। উপায়ান্তর না দেখে যুবক একটি অ্যাপ বাইক বুক করেন। বাইকচালক এসে তাঁকে সেই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেন বলে সমাজমাধ্যমে পোস্ট করে জানান তরুণ। সোহম নামের সেই তরুণ লেখেন, ‘‘আমি বন্ধুদের সঙ্গে দুর্গাপুজোয় ঘোরাঘুরির জন্য একটি স্কুটার ভাড়া করেছিলাম। কিন্তু পেট্রল পাম্পে পৌঁছোনোর আগেই স্কুটারের জ্বালানি শেষ হয়ে যায়।’’

Advertisement

স্কুটারের তেল জোগাড় করার জন্য তিনি অ্যাপ বাইক ভাড়া করেন। বাইকচালককে পরিস্থিতি ব্যাখ্যা করেন। সোহমের প্রাথমিক পরিকল্পনা ছিল, কাছের পেট্রল পাম্পে গিয়ে তেল নিয়ে আসার। তবে শীঘ্রই তিনি জানতে পারেন যে বেঙ্গালুরুতে বোতলে পেট্রল বিক্রি হয় না। যানজটের মধ্য দিয়ে স্কুটারটি ঠেলে নিয়ে যাওয়াও সম্ভব ছিল না। এই পরিস্থিতিতে এগিয়ে আসেন অ্যাপ বাইকচালক।

সোহম কিছু বুঝে ওঠার আগেই বাইকচালক তাঁর ট্যাঙ্ক থেকে পেট্রল বার করে সোহমের স্কুটারের ট্যাঙ্কে ঢেলে দেন। পরে বাইকচালক নিজেই তরুণের স্কুটারটি চালু করতে সাহায্য করেন। এমনকি তিনি প্রথমে জ্বালানির টাকাও নিতে অস্বীকার করেছিলেন বলে জানান সোহম। সোহমের এই পোস্টটি নেটাগরিকদের মন ছুঁয়ে গিয়েছে। বাইকচালকের সাহায্য ও উপস্থিতবুদ্ধির প্রশংসা করেছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। পোস্টটি ১ হাজার ৭০০ জন লাইক করেছেন। এক জন নেটাগরিক ব্যবহারকারী লিখেছেন, ‘‘বেঙ্গালুরুর বেশির ভাগ মানুষই দয়ালু এবং নিঃসন্দেহে ভাল।’’ অন্য এক জন মন্তব্য করেছেন, ‘‘আমি গত ১০ বছর ধরে বেঙ্গালুরুতে বসবাস করছি। এই ধরনের উদারতা এখানে খুবই সাধারণ।’’

Advertisement
আরও পড়ুন