viral video

বিমানবন্দরে লুকিয়ে তরুণীর ছবি তুলে বিপাকে জওয়ান! ধরা পড়তেই সটান অস্বীকার, ভিডিয়োয় ছড়াতেই নিন্দার ঝড়

এক জন সিআরপিএফ আধিকারিক ফোনে কথা বলার ভান করে বিমানবন্দরে গোপনে তাঁর ছবি তুলেছিলেন বলে অভিযোগ তরুণীর। সেই যাত্রী সঙ্গে সঙ্গে অভিযুক্ত অফিসারকে ঘটনাস্থলে ডেকে পুরো ঘটনাটি ভিডিয়ো করতে শুরু করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০৭:৪৭
CRPF officer clicked her pictures without permission

ছবি: সংগৃহীত।

বিমানবন্দরে লুকিয়ে তরুণীর ছবি তোলার অভিযোগ উঠল এক সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। ফোনে কথা বলছেন এমন ভান করে একাধিক ছবি তুলছিলেন ওই জওয়ান, এমনটাই দাবি তুলেছেন তরুণী যাত্রী। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ধরতে এসে অবাঞ্ছিত ঘটনার মুখোমুখি হন তরুণী। বিষয়টি নজরে আসতেই তিনি ভিডিয়ো করতে শুরু করেন। সমাজমাধ্যমে ভিডিয়োটি প্রকাশিত হওয়ার পরই তা নিয়ে শোরগোল শুরু হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ইনস্টাগ্রাম থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় তরুণীকে বলতে শোনা গিয়েছে যে এক জন সিআরপিএফ আধিকারিক ফোনে কথা বলার ভান করে বিমানবন্দরে গোপনে তাঁর ছবি তুলেছিলেন। তরুণী যাত্রী সঙ্গে সঙ্গে অভিযুক্ত অফিসারকে ঘটনাস্থলে ডেকে পুরো ঘটনাটি ভিডিয়ো করতে শুরু করেন। সেখানে দেখা গিয়েছে গলায় সিআরপিএফের পরিচয়পত্র ঝোলানো এক তরুণ ফোনটি হাতে নিয়ে ছবিগুলি মুছে দেওয়ার চেষ্টা করছেন। জওয়ানকে প্রশ্ন করা করা হলে, তিনি নির্বিকার ভাবে উত্তর দেন যে ছবিগুলি স্বয়ংক্রিয় ভাবে উঠে গিয়েছিল এবং এখন মুছে ফেলা হয়েছে।

পোস্টে আয়েশা খান নামের তরুণী লিখেছেন, ‘‘১৬ সেপ্টেম্বর সকালে, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এ আমার সঙ্গে খুব বিরক্তিকর একটি ঘটনা ঘটে। ফোনে কথা বলার ভান করে এক জন যাত্রী আমার ছবি তুলছিলেন।’’ তিনি আরও লিখেছেন, ‘‘আমি যখন তাঁকে জিজ্ঞাসাবাদ করি, তিনি বার বার অস্বীকার করছিলেন। কিন্তু যখন আমি তাঁর ফোনটি ঘেঁটে দেখি তখন আমি আমার ছবি খুঁজে পাই। এমনকি আমার পায়ের ছবিও ছিল।’’ আয়েশা জানান, তাঁকে সবচেয়ে বেশি অবাক করে দিয়েছিল যে যিনি এই কাজটি করছিলেন তিনি এক জন সিআরপিএফ জওয়ান। যাঁদের হাতে আমাদের সুরক্ষার দায়িত্ব তাঁরাই যদি এই ধরনের কাজ করেন তা হলে নারীদের নিরাপত্তা কোথায়, এ নিয়ে প্রশ্ন তুলেছেন তরুণী। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর, সমাজমাধ্যমে প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে। অনেকেই আয়েশার সাহসিকতার প্রশংসা করেছেন।

Advertisement
আরও পড়ুন