ছবি: সংগৃহীত।
টায়ার ফেটে রাস্তা থেকে গোলা-বারুদের মতো বাড়িতে উড়ে পড়ল আস্ত এক চারচাকা। বাড়ির দেওয়ালে ধাক্কা খেয়ে উল্টে গেল ওয়াগনার গাড়িটি। নতুন বছরের প্রথম দিনে গাড়ি দুর্ঘটনার সাক্ষী থাকল কর্নাটকের মারাকাড়া এলাকার বাসিন্দারা। ভয়াবহ সেই দুর্ঘটনার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সমাজমাধ্যমে প্রকাশ্য আসতেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যাত্রীভর্তি গাড়িটি হঠাৎ রাস্তা দিয়ে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির চত্বরে উড়ে এসে পড়ে। বাড়ির দেওয়ালে সজোরে ধাক্কা খায় সেটি। তার পরই এক পাশে কাত হয়ে পড়ে যায়। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে গাড়িটিকে সোজা করার চেষ্টা করেন। ফুটেজে দেখা গিয়েছে গাড়িটি উল্টে যাওয়ার পরেও গাড়ির টায়ারগুলি ঘুরতে থাকে। কিছু ক্ষণ পর স্থানীয়দের ঘটনাস্থলে ছুটে আসতে দেখা যায়। গাড়িটি সোজা করে আরোহীদের উদ্ধার করার চেষ্টা করেন সকলে। গাড়িটি নিরুদ থেকে বোন্ডেল যাচ্ছিল।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটি ভয়ঙ্কর ভাবে দুর্ঘটনার কবল পড়লেও আরোহীদের মারাত্মক চোট-আঘাত লাগেনি। গাড়ির ভেতরে থাকা ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি। ভিডিয়োটি ‘মোটরডেভ২’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। প্রচুর মানুষ প্রতিক্রিয়াও জানিয়েছেন তাতে।